বোর্ডারকে টপকে কুকের বিশ্বরেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৩ জুন ২০১৮
বোর্ডারকে টপকে কুকের বিশ্বরেকর্ড

টানা ১৫৪ টেস্ট খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে টপকে বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ইংল্যান্ডের প্রাক্তন দলপতি ও ব্যাটসম্যান অ্যালিস্টার কুক।

লিডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের ক্যারিয়ারের ১৫৬তম টেস্ট খেলতে নেমে টানা ১৫৪ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েন কুক। ক্যারিয়ারে প্রথম দু’ম্যাচের পর টানা ১৫৩টি টেস্ট খেলে গত টেস্টে লর্ডসে বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন কুক।

১৫৬ টেস্টের ক্যারিয়ারে টানা ১৫৩টি ম্যাচ খেলেছিলেন বোর্ডার। শনিবার বোর্ডারকে ছাড়িয়ে গেলেন কুক। কয়েক দিন আগে কুক নিজের রেকর্ড স্পর্শ করায় অনেকটাই বিস্মত হয়েছিলেন বোর্ডার।

তখন বোর্ডার বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি কেউই টানা এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবে, এটি সত্যিই বিস্ময়কর।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ডের হয়ে ১৫৫ ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরিতে ১২০৯৯ রান করেছেন ৩৩ বছর বয়সী কুক।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

ওডিআই র‌্যাঙ্কিংয়ে আরও নতুন চার দেশ

ওডিআই র‌্যাঙ্কিংয়ে আরও নতুন চার দেশ

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তালিকা

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তালিকা

বিশ্ব একাদশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্ব একাদশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ