পিঠের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আট বছর পর টেস্ট দলে ফেরা বিজয় বৃহস্পতিবার (১৬ জুন) রাতে দেশ ছাড়বেন।
বুধবার (১৫ জুন) রাতে হঠাৎই এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভূক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে থাকা বিজয় আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন এনামুল হক বিজয়। তবে ঠিক কোন সময়ে যাচ্ছেন, তা এখনও জানা যায়নি।
সর্বশেষ ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। হয়তো ওয়েস্ট ইন্ডিজে এই সফর দিয়েই আবারও ফিরতে পারেন মাঠে।
এখন পর্যন্ত ৪ টেস্ট খেলা এনামুল হক বিজয় ক্যারিয়ারে মাত্র ৩ ইনিংসে ছুঁতে পেরেছিলেন দুই অঙ্কের ঘর। নেই কোনো হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি। ৪ টেস্টে তার ব্যাট থেকে এসেছে মোটে ৭৩ রান।
টেস্ট ক্যারিয়ারে কোনো সাফল্য না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন ৩৮ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি। এই দুই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১০৫২ ও ৩৫৫ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর