কয়েক ঘণ্টা পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অথচ এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলেই খেলা দেখার ব্যবস্থা হয়নি। তবে বাংলাদেশ সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, টিভি চ্যানেলে না হলেও অনলাইনে খেলা দেখা যাবে।
বাংলাদেশের খেলা হবে অথচ টিভিতে দেখা যাবে না, এমন ঘটনা বাংলাদেশের সমর্থকদের কাছে বিরল। অথচ এরকম ঘটনাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের এর সম্প্রচার স্বত্ত কিনেছে। কিন্তু তাদের কাছ থেকে বাংলাদেশের কোনো চ্যানেলই সেটি ক্রয় করেনি।
ক্রিকেট পাগল বাংলাদেশের জনগণের তাইলে খেলা দেখার উপায় কি। সাকিব-তামিমদের খেলা হলে সব কাজ ফেলে যে মানুষগুলোর চোখ থাকে টিভির পর্দায় তারা এবার কিভাবে দেখবে খেলা!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপ্রান চেষ্টা করছে খেলাগুলো দেশের চ্যানেলে সম্প্রচার করানোর জন্য। তবে এক্ষেত্রে সরাসরি কিছু করার নেই বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাইভ: শেষ মুহূর্তের মিরাকলের আশা
যদিও পরোক্ষভাবে চেষ্টা চালাচ্ছে তারা। দেশের চ্যানেলগুলো কিছুতেই টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে সম্প্রচার স্বত্ত কিনতে রাজি নয়। অগ্যতা বিসিবি ও টোটাল স্পোর্টস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)দ্বারস্থ হয়েছে। তাদের চেষ্টায় আইসিসি টিভিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখানোর ব্যবস্থা হয়েছে।
তবে আইসিসি টিভিতে খেলা দেখতে হলে টাকা খরচ করতে হবে সমর্থকদের। দুই ম্যাচের জন্য দুই ডলার দিয়ে রেজিস্ট্রেশন করলে তবেই খেলা দেখা যাবে। সমস্যা হচ্ছে, সাধারণ সমর্থকদের বেশির ভাগের কাছেই তো দুই ডলার পরিশোধ করার জন্য ক্রেডিট কার্ড নেই।
সেক্ষেত্রে বিসিবি আইসিসির সাথে আলাপ করছে যাতে খেলাটি ফ্রি দেখানো যায়। টোটাল ম্যানেজমেন্ট ও বিসিবি একসাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের খেলা পাগল দর্শকদের কথা চিন্তা করে ফ্রিতে খেলা দেখাতেও পারে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি