নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রেন্টব্রিজে রূপকথার জন্ম দিয়েছে ইংল্যান্ড। তবে এরকম অবিশ্বাস্য জয়ের পাশাপাশি দুঃখের খবরও রয়েছে ইংলিশদের জন্য। স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি জরিমানা ও টেস্ট চ্যাম্পিয়নশীপে ইংল্যান্ড দলের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী প্রতি ওভার কমের জন্য ১ পয়েন্ট কেটে নেওয়া হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে নির্ধারিত সময় অনুযায়ী দুই ওভার কম করেছে ইংল্যান্ড। সেজন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডে এই প্রথমবার পয়েন্ট কাটা হলো বিষয়টি এমন নয়, এর আগেও একাধিক বার স্লো ওভার রেটের কারণে পয়েন্ট খুইয়েছে দলটি। গতকালের দুই পয়েন্ট সহ চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১২ পয়েন্ট কাটা গেলো বেন স্টোকসের দলের।
এমনিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২১-২৩) এক্কেবারে তলানিতে রয়েছে ইংল্যান্ড। ১৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে অষ্টম স্থানে জায়গা রয়েছে ইংলিশদের। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের নিচে শুধু বাংলাদেশ। এর উপর পয়েন্ট খুইয়ে নিশ্চিত ভাবেই ধাক্কা খাবে তারা।
ট্রেন্ট ব্রিজ জয়ের পুনরাবৃত্তি শুধু ইংল্যান্ডই ঘটাতে পারবে: স্টোকস
শুধু দলীয় ভাবে পয়েন্ট খোয়ানো নয়, ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। অধিনায়ক বেন স্টোকসের দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে ভুল শিকার করেন ইংল্যান্ড অধিনায়ক। ফলে নতুন করে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে ২৩ জুন হেডিংলিতে মুখোমুখি হবে দল দু’টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি