জিম্বাবুয়ের নতুন হেড কোচ সাবেক অধিনায়ক ডেভ হাটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৫ জুন ২০২২
জিম্বাবুয়ের নতুন হেড কোচ সাবেক অধিনায়ক ডেভ হাটন

অনেক বছর ধরেই বাজে সময় কাটাচ্ছে জিম্বাবুয়ে। মাঠের ক্রিকেটে চূড়ান্ত অধঃপতন হয়েছে দেশটির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়ে কোনো ফরম্যাটেই দশের মধ্যে নেই দেশটি। সম্প্রতি কোচিং প্যানেল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। নতুন হেড কোচ হিসেবে সাবেক অধিনায়ক ডেভিড হাটনকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে, এখন আইসিসি টুর্নামেন্ট গুলোতেও নিয়মিত অংশ নিতে পারেনা। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেনি তারা।

চলতি বছর অস্ট্রেলিয়াতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে খেলতে হলেও বাছাই পর্ব উতড়াতে হবে জিম্বাবুয়েকে। অথচ তার আগে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। এছাড়া ওয়ানডে সিরিজও খুইয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আগে এমন ফল চিন্তায় ফেলে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটকে। চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের জন্য অপেক্ষা করছে কঠিন বাছাই পর্ব। তাই এখনই নতুন হেড কোচের হাতে দায়িত্ব দিতে চায় দলটি। মঙ্গলবার (১৪ জুন) সাবেক অধিনায়ক ডেভ হাটনকেই কোচ হিসেবে বেঁছে নেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।  

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেসব ব্যক্তিগত মাইলফলকের সামনে তামিম

তবে এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের কোচ ছিলেন হাটন। ওই বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার সিক্সে উঠে সাড়া ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। হাটনের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, মিডলসেক্সের মতো ক্লাবে কোচিং করিয়েছেন তিনি।

১৯৯২ সালে অভিষেক টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। ওই টেস্টে অধিনায়ক ছিলেন হাটন। সব মিলিয়ে ১৭ ওয়ানডে ও চার টেস্টে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন তিনি। জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট খেলেছেন তিনি, রান করেছেন ১৪৬৪। ওয়ানডেতে হাটন মাঠে নেমেছে ৬৩বার যেখানে তার সংগ্রহ ১৫৩০ রান।

জিম্বাবুয়ের বর্তমান হেড কোচ ভারতীয় লালচাঁদ রাজপুতের সঙ্গে গত মার্চেই চুক্তির মেয়াদ বাড়িয়েছিল জিম্বাবুয়ে। তবে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির পর মন বদলেছে জিম্বাবুয়ের। হেড কোচের পদ থেকে সরিয়ে রাজিপুতকে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দিতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা চার ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো জার্মানি

টানা চার ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো জার্মানি

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাব্বি

আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্বের দাম ৪৪ হাজার কোটি রুপি!

আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্বের দাম ৪৪ হাজার কোটি রুপি!

ফুটবলে ‘থ্রো ইনের’ বদলি হতে পারে ‘কিক ইন’

ফুটবলে ‘থ্রো ইনের’ বদলি হতে পারে ‘কিক ইন’