দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট র্যাম স্ল্যামে ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পুমেলেলা মাতশিকওয়ে। একই কারণে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) চারটি ধারা ভাঙার দায়ে ছয় বছরের কারাদণ্ড হয়েছে তার। কারাদণ্ড হলেও তাকে জেলে যেতে হচ্ছে না।
ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা পুমেলেলাকে স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত। জানিয়েছে, ছয় বছরের মধ্যে একই ভুল করলে তাকে জেলে যেতে হবে।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট র্যাম স্ল্যামে ছয় প্রোটিয়া ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে। এই অভিযোগে মাতশিকওয়েসহ ছয় জনকে লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি পুমেলেলা মাতশিকওয়ের বিরুদ্ধে আদালতে বিচারও চলছিল। দীর্ঘ তদন্তের পর শুক্রবার (১০ জুন) শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেই মাতশিকওয়েকে দোষী সাবস্ত করে ছয় বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার গুলাম বদি। ফিক্সিংয়ের দায়ে ২০১৯ সালে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।
৩৭ বছর বয়সী পুমেলেলা মাতশিকওয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও খেলেছেন ৭৭ প্রথম শ্রেণি, ৫৭ লিস্ট ‘এ’ ও ২৪ টি-টোয়েন্টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর