যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৪ জুন ২০২২
যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার অনূর্ধ্ব ১৯ বয়সী ক্রিকেটারদের জন্য ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনে কাজ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই লিগে ফ্রাঞ্চাইজি কিনতে খরচ পড়বে সাড়ে ছয় কোটি টাকা, পাকিস্তানি রুপিতে ১৪ কোটি।

দেশের তরুণ ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটের আবহ দিতেই বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য ফ্রাঞ্চাইজি লিগ চালুর ঘোষণা দিয়েছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজা। শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের জন্য চালুর চিন্তা করলেও পরে সেই বয়সসীমা বাড়িয়ে ২৩ করেছিল পিসিবি। শেষ পর্যন্ত অবশ্য ক্রিকেটারদের বয়স ১৯-এই সীমাবদ্ধ রেখেছে।

যুব পিএসএল চলতি বছরের অক্টোবরে আয়োজনের পরিকল্পনা করার হলেও এখনো পিসিবি ফ্রাঞ্চাইজি বিক্রি করেনি। ফ্রাঞ্চাইজি বিক্রি না করলেও তার প্রক্রিয়া শুরু করেছে। জানিয়েছে, একেকটি ফ্রাঞ্চাইজি কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে খরচ করতে হবে ১৪ কোটি পাকিস্তানি রুপি।

যুব পিএসএলের আয়োজনের পরিকল্পনা শুরুর সময় থেকেই মূল পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা করেছে পিসিবি। সেখানকার ফ্রাঞ্চাইজিগুলোকে যুব পিএসএলে দল কিনতেও অনুরোধ করেছিলেন রমিজ রাজা।

ফ্রাঞ্চাইজিগুলো এই লিগে দল কেনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না জানালেও ১৪ কোটি রুপির নিচে কোনো দল বিক্রি করা হবে না বলে জানিয়েছে পিসিবি। যুব পিএসএলের জন্য পাঁচটি ফ্রাঞ্চাইজি বিক্রি করার সিদ্ধান্তও জানিয়েছে পিসিবি।

শুধু যুব পিএসএল আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চায় না পিসিবি। এই টুর্নামেন্টে ভালো খেলা ক্রিকেটারদের প্রত্যেকে ৩০ হাজার রুপির মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। এছাড়াও দলগুলোকে সেরা ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফটে তোলার নিশ্চয়তা দিয়েছে পিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

নিজেকে ফরম্যাটের গণ্ডিতে আটকাতে চান না শান মাসুদ

নিজেকে ফরম্যাটের গণ্ডিতে আটকাতে চান না শান মাসুদ

তৃতীয়বারের মতো ফিল্ডারের ‘শিশুসুলভ’ ভুল দেখলো ক্রিকেট বিশ্ব

তৃতীয়বারের মতো ফিল্ডারের ‘শিশুসুলভ’ ভুল দেখলো ক্রিকেট বিশ্ব