ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৪ জুন ২০২২
ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দারুণ সময়টাকে আরও বেশি উপভোগ্য করে তুলতে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক চান বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ জিতে পূরণ হবে তার ছোট বেলার স্বপ্ন, এমনটাই মনে করেন।

ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটানো বাবর আজমকে সময়ের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সময়ের সেরা ক্রিকেটার হলেও তার বিশ্বকাপটা ছুয়ে দেখা হয়নি। সেই লক্ষ্যেই খেলার কথাই জানিয়েছেন।

বাবর বলেন, “অবশ্যই আমি ফর্ম উপভোগ করছি। এই ফর্মে আমার মূল লক্ষ্য হলো দেড় বছরে দুইটি বিশ্বকাপ জেতা। তবেই আমার রান করা সার্থক হবে।”

ক্রিকেট খেলা শেখার সময় থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা বাবর বলেন, “খেলা শেখার শুরু থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ব্যাটার হওয়ার লক্ষ্য ছিল। প্রথম স্বপ্ন পূরণের পর সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ জিততে চাই।”

ছোটবেলায় ক্রিকেটে খুব বেশি প্রতিদ্বন্দ্বীতা না থাকলেও সময়ের সাথে সাথে তা বাড়ছে জানিয়ে বাবর বলেন, “এখনকার ক্রিকেটাররা অনেক বেশি দক্ষ। টিকে থাকতে হলে সবসময়ই নিজেকে উন্নত করার কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন বাবর আজম। দেশের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন এই তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে ৪০ টেস্ট, ৮৮ ওয়ানডে ও ৭৪ টি-টোয়েন্টি খেলেছেন বাবর। এই সময়ে তার ব্যাটে ২৪ সেঞ্চুরিতে করেছেন ৯ হাজার ৯৭৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন

তৃতীয়বারের মতো ফিল্ডারের ‘শিশুসুলভ’ ভুল দেখলো ক্রিকেট বিশ্ব

তৃতীয়বারের মতো ফিল্ডারের ‘শিশুসুলভ’ ভুল দেখলো ক্রিকেট বিশ্ব

মিনি ড্রাফটে দ্য হানড্রেডে দল পেলেন হাসনাইন

মিনি ড্রাফটে দ্য হানড্রেডে দল পেলেন হাসনাইন