জাতীয় স্কুল ক্রিকেট: মেহেরপুরকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রংপুরের শিশু নিকেতন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৩ জুন ২০২২
জাতীয় স্কুল ক্রিকেট: মেহেরপুরকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন রংপুরের শিশু নিকেতন

দুই অধিনায়কেরই চাওয়া ছিল ‌চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে বাড়ি ফেরার। তবে মাঠের লড়াইয়ে যে এক দলকে হারতে হয়। যেকোনো খেলার এটাই নিয়ম, সেটিই হলো। পঞ্চমবারের মতো আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। স্বল্প রানের সংগ্রহ গড়েও ৫৯ রানের জয় তুলে নিয়েছে তারা।

সোমবার (১৩ জুন) নারায়ণগঞ্জস্থ শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্সে (ওসমানী স্টেডিয়াম সংলগ্ন) এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বোলারদের তোপের মুখে পরে রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের ব্যাটাররা। ৩৭.১ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় তারা। ব্যাট হাতে দলের পক্ষে আহমেদ তেজান ৩৪ বলে ২৮ এবং উইকেটরক্ষক ও ব্যাটার শাদ ফিফটিন ৩৩ বলে ২৪ রান করেন। বাকি সব ব্যাটার ছিলেন সিঙ্গেল ডিজিটে।

অন্যদিকে, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে বল হাতে সফল ছিলেন আরাফাত আমান রিয়াজ। বল হাতে ১০ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। তার এই বোলিং ফিগারে ৫ ওভার মেডেন ছিল। এছাড়া সোহান আবেদীন এবং শাহনুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।

বোলারদের দুর্দান্ত নৈপূণ্যে রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়কে স্বল্প রানে আটকে রাখতে পারলেও ব্যাট হাতে নিজেরা আরও বড় ব্যর্থতার পরিচয় দেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটাররা। রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বোলারদের দাপটে ২০.২ ওভারে মাত্র ৪৩ রানেই গুটিয়ে যায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ইনিংস।

জয়ের জন্য মাত্র ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উল্টো ৫৯ রানে হারের স্বাদ নেয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে ব্যাট হাতে ওপেনার মোহাম্মদ সায়েম আহমেদ হিমেলের ১২ রান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। দলীয় সংগ্রহের খাতায় কোনো রান যোগ করার আগেই ফিরেন তিন ব্যাটার।

স্বল্প রানের সংগ্রহ নিয়েও প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বল হাতে দুর্দান্ত প্রদর্শন দেখান রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বোলার শেখ ইমতিয়াজ শিহাব। ৫ ওভার বল করে ১৪ রান দিয়ে একাই তুলে নেন ৫টি উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া সামিউল ইসলাম শুভ ৪ ওভারে ৯ রান ২ উইকেট শিকার করেন।

ফাইনালের ম্যাচ সেরা হওয়া ছাড়াও আরও দুটি পুরস্কার পেয়েছেন শিহাব। টুর্নামেন্ট সেরার সঙ্গে আসরের সর্বাধিক ৩৩ উইকেট শিকার করেছেন এ লেগ স্পিনার।

এছাড়া আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার পেয়েছেন মাশকাত মাহিন রুদ্র। বাড্ডা আলতাফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এ ব্যাটার ৩৮৩ রান করেছেন।

দেশের ৬৪ জেলার ৩৫০টির বেশি স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৬৪টি জেলা চ্যাম্পিয়ন এবং ঢাকা মেট্রোর বিভাগীয় রাউন্ডে ১৬টি দল ছিল। ৮০০টির বেশি মাঠে ৬৫৩ ম্যাচে অংশ নেন ৭ হাজারের বেশি ক্রিকেটার।

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট রোল অফ অনার (২০১৫-২০১৯)

বছর চ্যাম্পিয়ন রানার্স-আপ ফাইনালের ভেন্যু
২০১৫-১৬ টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর এসবিএনসিএস, ঢাকা
২০১৬-১৭ বালিয়াপুকুর বিদ্যা নিকেতন, রাজশাহী কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার এসকেএস, রাজশাহী
২০১৭-১৮ পুলিশ লাইন্স হাই স্কুল এন্ড কলেজ, বগুড়া সরকার জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ এসআইসিএস, সিলেট
২০১৮-১৯ কুমিল্লা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা পুলিশ লাইন্স হাই স্কুল এন্ড কলেজ, বগুড়া আরসিজি, রংপুর

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা