ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ১২ জুন ২০২২
ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

ছবি: আইপিএল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ‍ফুটবল। তবে ক্রিকেটও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কল্যাণে আরও জনপ্রিয় হয়ে উঠেছে বাইশ গজে ব্যাট-বলের লড়াই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি দিলেন আরও চমকপ্রদ তথ্য। গাঙ্গুলির মতে, ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) থেকে বেশি আয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ক্রীড়া টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেট বিশ্বে বিশাল ফ্যান-ফলোয়াড়রা এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি উপভোগ করে থাকেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-কে সৌরভ গাঙ্গুলি বলেন, “আমি খেলাটিকে (ক্রিকেট) বিকশিত হতে দেখেছি, যেখানে আমার মতো খেলোয়াড়রা মাত্র কয়েক শত টাকা পেত, এখন ক্রিকেটারদের কোটি টাকা আয় করার সম্ভব। খেলাটি আরও বিকশিত হতে থাকবে।”

তিনি আরও বলেন, “আইপিএল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে বেশি আয় করে। এটা আমাকে আনন্দিত এবং গর্বিত করে। কারণ, আমি যে খেলাটি ভালোবাসি -এটা এতো শক্তিশালী হয়ে উঠেছে।”

২০২২ সালে আইপিএলের ১৫তম আসর থেকে দুটি দলকে যুক্ত করা হয়েছে, গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। ৭৪ ম্যাচের প্রতিযোগিতার প্রথমবারের মতো অংশ নিয়েই ট্রফি জয় করেছে গুজরাট। করোনার কারণে টুর্নামেন্টের প্রথম দিকে মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও প্লে-অফ থেকে ১০০ শতাংশ করা হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

প্রথমবারেই শিরোপা জয়, মনে রাখবে সবাই: হার্দিক পান্ডিয়া

প্রথমবারেই শিরোপা জয়, মনে রাখবে সবাই: হার্দিক পান্ডিয়া

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা