ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা বাবর আজমকে ভুলের ফাঁদে ফেলে আউট করা বোলারদের জন্য অন্যতম কাজ। ব্যাট হাতে তেমন ভুল না করলেও ফিল্ডিংয়ে একদম শিশুসুলভ একটি ভুল করেছেন পাকিস্তান অধিনায়ক। ফিল্ডিংয়ের সময় হাতে গ্লাভস ব্যবহার করায় পাকিস্তান দলকে গুনতে হয়েছে পাঁচ রানের পেনাল্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ঘটনাটি প্রথমবার হলেও পেশাদার ক্রিকেটে তৃতীয়বারের মতো ঘটলো।
ঘটনাটি ঘটে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের সময়। শুক্রবার (১০ জুন) মুলতানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৯তম ওভারে ভুলটি করেন বাবর আজম। শুধু ভুল না, বিরল ভুলও বলা যায়।
২৯তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নেওয়াজের করা বলে স্কয়ার কাট করে রান নিতে ছোটেন ক্যারিবিয়ান ব্যাটার আলজারি জোসেফ। সেই সময় বলের পিছনে দৌড়ে ফিল্ডিং করার সময় নিজের এক হাতের গ্লাভস মাটিতে ছুঁড়ে ফেলেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
ফিল্ডিং করতে ছোটা মোহাম্মদ রিজওয়ানের জায়গায় এসে দাঁড়ান অধিনায়ক বাবর। তার নজরে পরে মাঠে পড়ে থাকা রিজওয়ানের একটা গ্লাভস। সেটাই হাতে তুলে নিয়ে ফিল্ডিং করেন পাকিস্তান অধিনায়ক। যা কি-না ক্রিকেট আইনের নিয়ম বিরুদ্ধ।
ঘটনাটি আম্পায়ারের দৃষ্টি এড়ায়নি, যার জন্য পাকিস্তান দলের বিপক্ষে পাঁচ রান পেনাল্টি দেন তিনি। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী, ফিল্ডিং করার সময় উইকেটরক্ষক ছাড়া কেউ গ্লাভস বা লেগ গার্ড পড়তে পারবেন না। সেই ভুলটাই করেছেন বাবর।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো উইকেটরক্ষক ছাড়া অন্য ফিল্ডার গ্লাভস পড়ে ফিল্ডিং করার কারণে জরিমানা গুনলো পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে ঘটনাটি প্রথমবারের মতো ঘটলেও পেশাদার ক্রিকেটে এ নিয়ে তৃতীয়বারের মতো ঘটলো এই ঘটনা।
এর আগে ২০১৩ সালে ঘরোয়া ক্রিকেটে অ্যান্ড্রু হল ও ২০১৮ সালে ম্যাট রেনেশ একই কাণ্ড ঘটিয়ে দলকে জরিমানার মুখোমুখি করেছেন। বাবরের কল্যাণে পাঁচ রান পেনাল্টি পেলেও অবশ্য ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদেরকে হারিয়ে সিরিজ জিতে নেয় পাকিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/এএইচবি