নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় নারী দলের ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। তার অবসর ঘোষণা ঘণ্টাখানিক পরই নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাটার হারমানপ্রীত কাউর। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন এই ক্রিকেটার।
ভারতীয় নারী ক্রিকেটের কিংবদন্তি হিসেবে বিবেচিত হন মিতালি রাজ। তার অবসর ঘোষণার পর পরই অধিনায়ক হিসেবে নিয়োগ পান হারমানপ্রীত কাউর। প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়ক হলেও আগে থেকেই তিনি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই ক্রিকেটার। এবার তার কাঁধেই উঠলো ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্বভার।
দিন কয়েক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দ্বীপ দেশটিতে যাবে ভারতীয় নারী দল। ওই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন হারমানপ্রীত কাউর।
অধিনায়ক ঘোষণার দিনে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ওয়ানডে স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী। এছাড়াও বাদ পড়েছেন ব্যাটার স্নেহ রানা ও হার্লিন দোলন।
ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন জেমিমাহ রদ্রিগেজ। তিনি ছাড়াও ফিরেছেন রাধা যাদব। দল থেকে বাদ পড়েছেন একতা বিশিত।
ওয়ানডে স্কোয়াড
হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি ভার্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরান বাহাদুর, রিচা ঘোষ, পুজা ভাস্ত্রেকর, মেঘনা সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া, হার্লিন দোলন।
টি-টোয়েন্টি স্কোয়াড
হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরান বাহাদুর, রিচা ঘোষ, পুজা ভাস্ত্রেকর, মেঘনা সিং, রেনুকা সিং, জেমিমাহ রদ্রিগেজ, রাধা যাদব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর