দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৮ জুন ২০২২
দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

দ্য হানড্রেডের দ্বিতীয় আসরে ওয়েলস ফায়ারের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক অ্যালিনে। ইংলিশদের হয়ে ১০ ওয়ানডে খেলা এই ক্রিকেটার গ্যারি কার্স্টেন, ম্যাট মেনার্ড ও জেসন কেরের সাথে কাজ করবেন।

১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে ইংল্যান্ড দলের হয়ে খেলা অ্যালিনের আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে ১০ ওয়ানডেতেই। ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও কাউন্টিতে বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। কাউন্টি দল গ্ল্যাস্টারশায়ারের হয়ে খেলেছেন ৩২৮ প্রথম শ্রেণি ও ৪৩৬ লিস্ট ‘এ’ ম্যাচ।

ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেওয়া অ্যালিনে এবার যুক্ত হলেন দ্য হানড্রেডের দল ওয়েলস ফায়ারের সাথে। এর আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) টেস্ট স্কাউট হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বৃটিশ মুলুকের মার্লব্রোর কলেজের সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে কাজ করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল ইংল্যান্ড। সেই দলের কোচিং স্টাফেও ছিলেন সাবেক এই ক্রিকেটার। এবার প্রথমবারের মতো বড় কোনো দলের দায়িত্ব নিলেন।

ওয়েলস ফায়ারের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত মার্ক অ্যালিনে। তিনি বলেন, “ওয়েলস ফায়ারে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত। এখানে গ্যারি কার্স্টেনের মতো কোচিং স্টাফের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমাকে বেশ বড় সুযোগ তৈরি করে দিবে।”

দ্য হানড্রেডের প্রথম আসরে আট দলের মধ্যে সপ্তম স্থানে থেকে শেষ করে ওয়েলস ফায়ার। এবার সেই ব্যর্থতা ঝেড়ে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চটুকু করছে তারা। দ্বিতীয় আসরে সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে ব্রেভিস 

দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে ব্রেভিস 

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট

শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট