২০১৮-১৯ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল-সহ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। বৃহস্পতিবার (৯ জুন) একই দিনে কোয়াটার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত হবে এবারের আসরে সেমি-ফাইনালে খেলার চার দল।
কোয়াটার ফাইনাল নিশ্চিত করা আটটি দল হলো- ২০১৮-১৯ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট কেজি এন্ড হাই স্কুলে, রংপুর শিশু নিকেতন হাই স্কুল, সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, খুলনার গাজী মেমোরিয়াল স্কুল এবং নবাবগঞ্জ পাইলট স্কুল।
বৃহস্পতিবার (৯ জুন) কোয়ার্টার ফাইনালে কুমিল্লা হাই স্কুলের বিপক্ষে মাঠে নামবে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। একইদিন সিটি ক্লাব মাঠে জয়পুরহাট কেজি এন্ড হাই স্কুলের বিপক্ষে মাঠে নামবে রংপুর শিশু নিকেতন হাই স্কুল।
জগন্নাথ হল মাঠে সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল খেলবে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। কেরাণীগঞ্জ হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খুলনার গাজী মেমোরিয়াল স্কুলের প্রতিপক্ষ নবাবগঞ্জ পাইলট স্কুল।
নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে কুমিল্লার বিপক্ষে ম্যাচের আগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কোচ সাদ্দাম হোসেন বলেছেন, “কুমিল্লা হাই স্কুল সাবেক চ্যাম্পিয়ন, এবারের আসরেও দলটি বেশ শক্তিশালী। আমি তাদের সমীহ করছি। কিন্তু আমার ফোকাস নিজের দলের দিকে, ভাবনা সেমিফাইনাল। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেমি-ফাইনাল নিশ্চিত করতে পারবো।”
কোয়াটার ফাইনাল শেষে ১১ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল। আর ১৩ জুন (সোমবার) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের স্কুল ক্রিকেটের আসর। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/আরএস