পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে যুক্ত হলেন কিমো পল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৮ জুন ২০২২
পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে যুক্ত হলেন কিমো পল

তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থান এখন পাকিস্তানে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ এই সিরিজের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার কিমো পলকে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

দীর্ঘ দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন কিমো পল। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

এরপর চলতি বছর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের স্কোয়াডে ছিলেন কিমো পল। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে ছিলেন না এই পেসার। 

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশেপাশে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মই তাকে দলে ফিরতে সাহায্য করেছে। ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই দলে ফিরেছেন তিনি।

কিমো পলকে দলে অন্তর্ভূক্ত করার বিষয়ে ক্যারিবিয়ান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, “ইনজুরি ও খারাপ ফর্ম কাটিয়ে দারুণ শুরু করেছে কিমো পল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্সের পর মনে হয়েছে সে জাতীয় দলের হয়ে খেলার জন্য যোগ্য। তাকে দলের সাথে অন্তর্ভূক্ত করা হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ ওয়ানডেতে বল হাতে ২৩ উইকেট শিকার করেছেন কিমো পল। এছাড়াও ব্যাট হাতে ২৩ দশমিক ৭৭ গড়ে করেছেন ২১৪ রান।

বুধবার (৮ জুন) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি জানালো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি জানালো ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

অ্যান্ড্রু সাইমন্ডসের ‘অজানা’ দশ তথ্য

অ্যান্ড্রু সাইমন্ডসের ‘অজানা’ দশ তথ্য

নেদারল্যান্ডস-পাকিস্তান সফরে উইন্ডিজ স্কোয়াডে সেন্টমার্টিনের ক্রিকেটার 

নেদারল্যান্ডস-পাকিস্তান সফরে উইন্ডিজ স্কোয়াডে সেন্টমার্টিনের ক্রিকেটার