কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৮ জুন ২০২২
কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

বিরাট কোহলিকে সবাই বেশ আক্রমনাত্মক ক্রিকেটার হিসেবেই চিনেন। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণ প্রতিটি পদক্ষেপে ফুটিয়ে তুলেন আগ্রাসবী মনোভাব। বাকি দশজনের মতো মোহাম্মদ রিজওয়ানও ভেবেছিলেন মাঠের বাইরেও কোহলি এমন। কিন্তু কোহলির সংস্পর্শে এসে স্রেফ বিস্ময়ের সাগরে হাবুডুবু খেলেন পাকিস্তানি ব্যাটার।

২০২১ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পর ভারতীয় তারকার সঙ্গে সাক্ষাতের পর বিস্মিত হয়েছিলেন রিজওয়ান। কি কারণে বিস্মিত হয়েছিলেন সেটাই তুলে ধরেছেন পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে খোলামেলা আলোচনা করার সময়।

রিজওয়ান বলেন, ‘সেটা ছিল কোহলির সঙ্গে আমার প্রথম দেখা। আমি তার সম্পর্কে যে ধরনের কথা শুনেছিলাম, অন্য খেলোয়াড়রাও আমাকে বলেছিল ‘বিরাট আক্রমণাত্মক’। কিন্তু ম্যাচের আগে এবং পরে সে যেভাবে আমার সাথে দেখা করেছিল, তা বিস্ময়কর ছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কোহলিএ গুণমুগ্ধ হয়েছিলেন রিজওয়ান। মাঠের খেলাটার বাইরে ক্রিকেটারদের একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক, সেটাও তুল্র ধরলেন তিনি। পাকিস্তানি ব্যাটার বলেন, ‘আমরা সবাই ক্রিকেট পরিবারের অন্তর্ভুক্ত। তাকে ‘আমাদের বিরাট কোহলি’ বলাটা সঠিক।’

‘আমরা যখন মাঠে প্রবেশ করি, তখন আমাদের কোনো ভ্রাতৃত্ববোধ বা সেরকম কিছু নেই। কিন্তু মাঠের বাইরে, যখন আমরা কোহলির সাথে দেখা করি এবং আমাদের কিছু খেলোয়াড় এমএস ধোনির সাথেও দেখা করে। তখন অনেক ভালবাসা এবং স্নেহ থাকে।’ - রিজওয়ান যোগ করেন।

রিজওয়ান চেতেশ্বর পূজারাকেও প্রশংসায় ভাসিয়েছেন।। কাউন্টিতে একই দলে খেলার সুবাদে পূজারা সঙ্গে রিজওয়ানের বন্ধুত্ব। পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এমনিকি কাউন্টি ক্রিকেটেও, যেখানে পূজারা আমার সাথে আছে। বিশ্বাস করুন, আমরা অনেক বন্ধুত্বপূর্ণ। আমি তাকে বিরক্ত করলেও সে হাসতে থাকে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী