৯ ব্যাটারের অর্ধ-শতকে বাংলার বিশ্ব রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৮ জুন ২০২২
৯ ব্যাটারের অর্ধ-শতকে বাংলার বিশ্ব রেকর্ড

১২৯ বছরের পুরাতন রেকর্ড ভেঙে একই ইনিংসে ৯ ব্যাটারের হাফ সেঞ্চুরির রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ঝাড়খণ্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বাংলা দলের ৯ ক্রিকেটার নিজেদের রান কমপক্ষে অর্ধশতক পার করেছেন। এর আগে একই ইনিংসে ৮ ব্যাটার কমপক্ষে অর্ধশতক পূর্ণ করেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটের একই ম্যাচে ৮ ব্যাটারের অর্ধশতক পূর্ণ করার রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারতীয় রঞ্জি দল বাংলা। ঝাড়খণ্ডের বিপক্ষে বাংলা দলের ৯ ব্যাটার অর্ধশতক পূর্ণ করেছেন।

এর আগে এই রেকর্ডের দখলদার ছিল অস্ট্রেলিয়া। ১২৯ বছর আগে ১৮৯৩ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একাদশের বিপক্ষে অজিদের আট ব্যাটার অর্ধশতক পূর্ণ করেছিলেন।

অস্ট্রেলিয়া দলের শুরুর আট ব্যাটার অর্ধশতক পূরণ করেননি। তবে বাংলা দলের প্রথম নয় ব্যাটারই অর্ধশতক পূরণ করেছেন। তাই তো বাংলা দলের অর্ধশতকের রেকর্ডটা বিশেষ কিছু।

বাংলা দলের ক্রিকেটার শায়ান চৌধুরি যখন অর্ধশতক পূর্ণ করেন, তখনই রেকর্ড বইয়ে নাম উঠে যায় বাংলা দলের। এর আগে কখনই দলের প্রথম আট ব্যাটার অর্ধশতক পূর্ণ করতে পারেননি। আর এই রেকর্ডকে আরও একটু উচ্চতায় উঠিয়ে নিয়েছেন আকাশ দ্বীপ। ১৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

একই ইনিংসে আট ও নয় অর্ধশতকের ঘটনা একবার করে ঘটলেও ৭বার অর্ধশতকের ঘটনা ঘটেছে ২৭ বার। এর মধ্যে রঞ্জি ক্রিকেটেই তিনবার দেখা গিয়েছিল এই ঘটনা।

sportsmail24
ঝাড়খণ্ডের বিপক্ষে বাংলা দলের প্রথম ইনিংসের স্কোরকার্ড 

রঞ্জিতে ১৯৪০-৪১ মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার বিপক্ষে মহারাষ্ট্র, ১৯৪৫-৪৬ মৌসুমে মহিশূরের বিপক্ষে হলকার ও ১৯৯৬-৯৭ মৌসুমে বিহারের বিপক্ষে বাংলা দল এই রেকর্ড গড়ে।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের মুখোমুখি হয়েছে বাংলা। এই ম্যাচে বাংলার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৮৬ রান করেন তরুণ সুদীপ কুমার ঘরামি ও দ্বিতীয় সর্বোচ্চ ১১৭ রান আসে অন্তুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিতালি রাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিতালি রাজ

শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

শচীনপুত্র এখনও আইপিএলের জন্য যোগ্য নয়: শেন বন্ড

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ‌‘রহস্যময়’ বার্তা

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ‌‘রহস্যময়’ বার্তা

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি