শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিনই খারাপ সংবাদ শুনলেন শন অ্যাবট। ইনজুরির কারণে খেলতে পারবেন না লঙ্কানদের বিপক্ষে কোনো ম্যাচ। এমনকি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজও মিস করবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন শন অ্যাবট। পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লাল বলের ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি। অনুশীলনের সময় ইনজুরিতে পড়ায় তার আর এই সফরে খেলা হচ্ছে না। তার বদলি হিসেবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য স্কট বোল্যান্ডকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন বোল্যান্ড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলে খেলোয়াড় সংকট হওয়ায় তাকে আগেই দ্বীপ দেশটিতে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
শন অ্যাবট ছাড়াও সন্তান সম্ভবা সঙ্গীর পাশে থাকতে শ্রীলঙ্কা ছেড়েছেন ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব। কাউন্টি দল মিডলসেক্স থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেওয়া এই ক্রিকেটারও দেশে ফিরে যাবেন। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জিমি পিয়ারসন।
জিমি পিয়ারসনকে উইকেটরক্ষক হিসেবে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। ‘এ’ দলের স্কোয়াডে জশ ফিলিপে থাকলেও তাকে শুধুমাত্রই সীমিত ওভারে সিরিজের জন্য রেখেছে অজি ‘এ’ দল কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যামেরুন গ্রীন।
মঙ্গলবার (৭ মে) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি দিয়ে লঙ্কা সফর শুরু করবে অস্ট্রেলিয়া। ছয় সপ্তাহের এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট খেলবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর