হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৭ জুন ২০২২
হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

বর্তমান সময়ের উঠতি ক্রিকেটাররা কাউকে না কাউকে আইডল মেনে বেড়ে উঠছেন। লক্ষ্যও থাকে তার মতো হওয়া। তেমন লক্ষ্য নিয়েই আগাচ্ছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক কাশিম আকরাম। তিনি বাবর আজমের মতো ব্যাটিং ও হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ার গড়তে চান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটকে কাশিম বলেন, ‘আমি বাবর আজমকে একজন ব্যাটার হিসেবে আদর্শ মনে করি। তিনি একজন দুর্দান্ত ব্যাটার।আমি বিশ্বের পরবর্তী বাবর আজম হতে চাই।’

কাসিমও বাবর আজমের শহর লাহোর থেকেই ঊঠে এসেছেন। যেখানে তার বাবা একটি পোশাকের দোকানে কাজ করেন। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর তিনি মধ্য পাঞ্জাব এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসে বাবরকে সতীর্থ হিসেবে পেয়েছেন।

কাশিম বলেন, ‘এটা আমার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। চারপাশে এত দুর্দান্ত মনের মানুষ। আমি তার (বাবর) কাছ থেকে শিখেছি কীভাবে ইনিংস গড়তে হয়, কভার-ড্রাইভ খেলতে হয় এবং পুল-শট উন্নতি করতে হয়।’

‘বাবর যেখানেই খেলেছেন সেখানেই পারফর্ম করেছেন এবং আমি নিয়মিত তার ব্যাটিং দক্ষতা অনুসরণ করি। তাই তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে তিনি পাকিস্তান ক্রিকেটকে উচ্চতায় নিয়ে গেছেন।’ - কাশিম যোগ করেন।

১৯ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২২ সালের আসরে ছয়টি ম্যাচ খেলে ২০৩ রান করার পাশাপাশি ১০টি উইকেটও শিকার করেন। ঘরোয়া লিগে টি-টোয়েন্টিতে মধ্য পাঞ্জাবের হয়ে তিনি ১১টি উইকেটও নিয়েছেন। পিএসএলের সপ্তম আসরে একটি হাফ সেঞ্চুরিও করেন এই অলরাউন্ডার।

কাশিম তার অফ-স্পিন বোলিং দিয়ে এখন পর্যন্ত নয়টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে ১৪টী উইকেট নিয়েছেন। তিনি মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের মতো তার ক্যারিয়ার দীর্ঘায়িত করার আশা দেখছেন।

তিনি বলেন, ‘শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ যেভাবে অলরাউন্ডার হিসেবে তাদের ক্যারিয়ার বড় করেছেন, আমি তা অনুসরণ করি। আমি বর্তমানে আমার অফ-স্পিন দক্ষতা উন্নত করার জন্য কাজ করছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

টেস্টে দশ হাজারি ক্লাবে জো রুটকে ইউনিস খানের স্বাগতম

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব

বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব