টেস্টে দশ হাজার রানের একটা অভিজাত্য আছে। সাদা পোশাকের মতোই মূল্যবান। এই ক্লাবের সর্বশেষ সদস্য ইংল্যান্ড ব্যাটার জো রুট। বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে দশ হাজারি রানের ক্লাবে প্রবেশ করার জন্য জো রুটকে স্বাগতম জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। একসময় হার চোখ রাঙানো ম্যাচে ব্যাট হাতে ১১৫ রানের ইনিংস খেলে সামনে থেকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দেন রুট। পাশাপ্সাশি বিশ্বের ১৪তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দশ হাজারি ক্লাবে পৌছে যান তিনি।
এমন কীর্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ইংলিশ ব্যাটারকে অভিনন্দন জানিয়ে ইউনিস লিখেন, ‘একজন অসাধারণ খেলোয়াড়ের কাছ থেকে একটি অসাধারণ অর্জন। এত অল্প সময়ে এবং অল্প বয়সে এত বড় মাইলফলক অর্জন করা সত্যিই বিস্ময়কর। ক্লাবে স্বাগতম চ্যাম্পিয়ন জো রুট।’
রুটের আগে এই কীর্তি গড়তে পেরেছেন ক্রিকেট বিশ্বের মাত্র ১৩ জন ব্যাটার। যার শুরুটা করেছিলেন ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। ১৯৮৭ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ইংলিশ হিসেবে রুটের আগে এই ক্লাবের সদস্য ছিলেন কেবল সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।
টেস্ট ক্যারিয়ারে ১১৮ ম্যাচে ২১৮ ইনিংসে ২৬ সেঞ্চুরি ও ৫৩ হাফ সেঞ্চুরিতে ১০ হাজার ১৫ রান করেছেন জো রুট। টেস্টে ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ১২ হাজার ২৭২ রান করেন ‘নাইটহুড’ উপাধী পাওয়া কুক।
এই তালিকায় পাকিস্তান থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ইউনিস কাহ্ন। খেলার দীর্ঘতম ফরম্যাটে ১১৮ ম্যাচে ৫২ দশমিক ০৫ গড়ে গড়ে ১০,০০০ রান করেন তিনি। এখানে সর্বোচ্চ ৩ জন ভারতের, ২ জন করে আছেন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের। ১ জন করে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার।
রুট, কুক ও ইউনিস বাদে বাকি এগারোজন হলেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপল, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ ও সুনীল গাভাস্কার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি