বিসিবি থেকে নোটিশ পেতে পারেন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ পিএম, ২৯ মে ২০১৮
বিসিবি থেকে নোটিশ পেতে পারেন মোস্তাফিজ

ভারতের মাটিতে অনুষ্ঠিত্য আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কাটার মাস্টার মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ। তাকে ছাড়াই দেরাদুনে এ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছেন সাকিব বাহিনী। তবে যে কারণে মোস্তাফিজ এ সিরিজ খেলতে পারছেন না সেই ইনজুরির কারণে তাকে কারণ দর্শনোর নোটিশ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। -খবর জাগো নিউজ।

বাংলাদেশ ক্রিকেট দলের এ অন্যতম বোলার আফগানিস্তানের বিপক্ষে খেলছেন তা সবাই জানাতো। সেই অনুযায়ী গত দুইদিন অনুশীলনও করেন তিনি। তবে গতকাল (সোমবার) রাতে টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজ হঠাৎই জানান, ‘তিনি হাঁটতে পারছেন না। তার পায়ের অগ্রভাগে (আঙুলে) প্রচন্ড ব্যথা।’

মোস্তাফিজের এমন তথ্যে তাৎক্ষণিকভাবে এক্সরে করানো হয়। এক্সরের ফলাফলে সমস্যা ধরা পরে। জানা যায়, আইপিএলের নিজেদের শেষ ম্যাচে যে ফিল্ডিং করতে গিয়ে পায়ের আঙুলে ব্যথা পেয়েছিলেন তা ভালো হয়নি, বরং ইনজুরি রয়েই গেছে।

ইনজুরি নিয়েই মোস্তাফিজ গত দুইদিন অনুশীলন করেন। ব্যথা পেলেও কাউকে কোন কিছু বলেননি। মোস্তাফিজের এমন আচারণে বিস্মিত জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধায়ক কমিটি ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনসহ সবাই।

জানা গেছে, মোস্তাফিজের এমন অপেশাদারিত্ব আচারণ মেনে নিতে পারেনি বিসিবি। মোস্তাফিজের এ আচরণ রীতিমতো দায়িত্ব ও কর্তব্যে অবহেলা। এমন অপেশাদার আচরণ ও কর্তব্যে গাফিলতির জন্য মোস্তাফিজের কাছে ব্যাখ্যা চাইবে বোর্ড। যার যথাযথ জবাব দিতে না পারলে সাসপেণ্ড না হলেও অর্থ দণ্ড হতে পারে মোস্তাফিজের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে মোস্তাফিজ, তাকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল

ইনজুরিতে মোস্তাফিজ, তাকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল

এমপি নির্বাচন করবেন মাশরাফি, সম্ভাবনায় সাকিবও

এমপি নির্বাচন করবেন মাশরাফি, সম্ভাবনায় সাকিবও

মাঠে ফিরছেন ওয়ার্নার-ব্যানক্রফট

মাঠে ফিরছেন ওয়ার্নার-ব্যানক্রফট

সিরিজ জয়ই প্রধান লক্ষ্য : মাহমুদুল্লাহ

সিরিজ জয়ই প্রধান লক্ষ্য : মাহমুদুল্লাহ