দীর্ঘ চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবারের সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু’দল। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই দুই দফায় দেশ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তৃতীয় দফায় শুক্রবার (৬ মে) তিন ক্রিকেটারসহ আরও সাতজন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ৭ টা ৪৫ মিনিটে ফ্লাইটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দলের তৃতীয় বহর। এই বহরে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজসহ তিন ক্রিকেটার।
দেশছাড়ার আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। সেখানেই মিরাজ জানিয়েছেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভালো খেলতে চান।
তিনি বলেন, “ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট- তিনটিতেই আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা আমাদের বিশ্বাস আছে।”
ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ ২০০৯ সালে টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আর সর্বশেষ সফরে তো ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জা হয়েছে তাদের। তবে নিউজিল্যান্ডে পাওয়া জয়কে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ওয়েস্ট ইন্ডিজেও ভালো খেলতে চান তিনি।
বলেন, “দেখেন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরা তো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।”
চলতি বছরের ১৬ জুন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্যারিবিয়ান মিশন শুরু করবে বাংলাদেশ দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুইটি টেস্ট খেলবে টাইগাররা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর