‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৬ জুন ২০২২
‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও দ্বীপ দেশটিতে ছয় সপ্তাহের জন্য সফরে গিয়েছে অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের পাশাপাশি দুই টেস্ট খেলবে অজিরা। অস্ট্রেলিয়া দলের এই সফরে অর্থনৈতিকভাবে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় দীর্ঘ ছয় বছর পর পা রাখলো অস্ট্রেলিয়া। এই সিরিজে করোনা ভাইরাস মহামারির পর প্রথমবারের মতো গ্যালারি শতভাগ খুলে দিবে এসএলসি। তাই আয় বাড়বে দেশটির ক্রিকেট বোর্ডের।

তবে দেশের খারাপ অর্থনৈতিক অবস্থায় টিকিট বিক্রির কোনো অর্থই নিজেদের কাছে রাখবে না এসএলসি। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দেশটির জণগনের সহায়তায় খরচ করা হবে বলে জানিয়েছে তারা।

দেশের এই রকম অর্থনৈতিক অবস্থার মধ্যেও অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফরে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডি সিলভা। বলেন, “আমরা দেশ হিসেবে খুবই খারাপ সময় পার করছি। এমন অবস্থা সফরে আসায় ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ।”

অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে বলেও মনে করেন মোহন ডি সিলভা। তার মতে এই সিরিজ সবাইকে প্রমাণ করে দিবে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শ্রীলঙ্কায় পর্যটক আসতে পারে। এটাই শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলেও মনে করেন তিনি।

শ্রীলঙ্কার অর্থনৈতিক সমস্যা সমাধানে এসএলসিও সহযোগিতা করে যাচ্ছে। ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্যখাতে ২ মিলিয়ন ইউরো সহযোগিতা করেছে এসএলসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিকের প্রতিদ্বন্দ্বী ম্যাথিউস-আসিথা

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিকের প্রতিদ্বন্দ্বী ম্যাথিউস-আসিথা

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা