দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে ব্রেভিস 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৬ জুন ২০২২
দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে ব্রেভিস 

আন্তর্জাতিক ব্যস্তসূচি ও ইনজুরির কারণে দ্য হানড্রেডে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে তৈরি হতে পারে শঙ্কা। এমন অবস্থায় দ্বিতীয় আসরের আগে আরো একটি প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ নামে খ্যাতি পাওয়া ডেওয়াল্ড ব্রেভিস। তার সাথে আরেক প্রোটিয়া ক্রিকেটার ট্রিস্টিয়ান স্টাবস।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম কেড়ে নজর কেড়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। স্বাভাবিক ভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও তিনি পেয়েছেন দল। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার দ্য হানড্রেডের দ্বিতীয় আসরের মিনি ড্রাফটে নাম লিখিয়েছেন।

ডেওয়াল্ড ব্রেভিস ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি চ্যালেঞ্জে পারফর্ম করা ট্রিস্টিয়ান স্ট্যাবস। এই ক্রিকেটার অবশ্য ভারত সফরে প্রোটিয়া স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। 

দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ২৫৭জন ক্রিকেটার। মূলত চলতি বছরের এপ্রিলের শুরুতে দল না পাওয়া ক্রিকেটাররাই এই ড্রাফটে নিজেদের রেখেছেন। এই ড্রাফটে আছে বাবর আজম, ডেভিড ওয়ার্নার, শাদাব খান ও মুজিব উর রহমানের মতো ক্রিকেটারদের নাম।

মিনি ড্রাফটে থাকা ক্রিকেটারদের মূল হবে ৫০ হাজার ইউরো। ড্রাফটে থাকা ২৫৭জন ক্রিকেটারদের মধ্যে মাত্র আটজনকে দলে ভেড়ানোর সুযোগ পাবে দ্য হানড্রেডের দলগুলো।

দ্য হানড্রেডের দলগুলোর একাদশে খেলতে পারে তিনজন বিদেশি ক্রিকেটার। একাদশে বিদেশি ক্রিকেটার সংখ্যা ঠিক রাখতেই মূলত এই ড্রাফটের আয়োজন করেছেন ইসিবি।

দ্য হানড্রেডের মিনি প্লেয়ার্স ড্রাফটে থাকবেন না কায়েস আহমেদ, ফিন অ্যালেন, শেমরন হেটমায়ার, মার্নাস ল্যাবুশেন, এভিন লুইস, ইমরান তাহির ও মোহাম্মদ হাসনাইনের মতো তারকা ক্রিকেটাররা। আন্তর্জাতিক ব্যস্তসূচির কারণে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন তারা।

শুধু বিদেশি ক্রিকেটার নন, দেশি ক্রিকেটারদের জন্যও প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করবে ইসিবি। এই ক্যাটাগরিতে দেশি ক্রিকেটারদের মূল্য হবে ৩০ হাজার ইউরো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের সম্ভাব্য সময়ে হবে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ

বিপিএলের সম্ভাব্য সময়ে হবে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ

সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম