শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন মুশফিকুর রহিম। সিরিজুড়ে তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। দারুণ সময় কাটানো মুশফিকুর রহিম আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গী হয়েছেন, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো।
রিভার্স সুইপ নিয়ে তুমুল সমালোচনায় থাকা মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে আবারও প্রমাণ করেন। সিরিজে তার ব্যাট থেকে আসে দুই সেঞ্চুরি। এই সেঞ্চুরি করার পথে একটিবারও নিজের প্রিয় শট রিভার্স সুইপের পথে পা বাড়াননি এই ক্রিকেটার।
চট্টগ্রামে তার সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে লিটনের সাথে জুটি বেঁধে বাংলাদেশকে টেনে তোলাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন মুশফিক। যদিও শেষ পর্যন্ত ম্যাচের ফল গিয়েছিল লঙ্কানদের পক্ষে।
এদিকে মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা মুশফিকের সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথিউস ফর্মে ফেরার জন্য বাংলাদেশকে বেঁছে নিয়েছিলেন। চট্টগ্রামে এক রানের জন্য দ্বিশতক মিস করা ম্যাথিউস ঢাকাতেও ব্যাট হাতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। বাংলাদেশ-লঙ্কা সিরিজে সর্বোচ্চ রান ছিল তারই।
এদিকে তৃতীয় খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। ঢাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে তার দারুণ বোলিংয়েই হতাশায় পুড়েছিল বাংলাদেশ।দীর্ঘ ২১ বছর পর তৃতীয় শ্রীলঙ্কান পেসার হিসেবে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন আসিথা ফার্নান্দো।
নারীদের ক্রিকেটে মাস সেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের তুবা হাসান, বিসমাহ মারুফ। এছাড়াও আছেন জার্সির নারী ক্রিকেটার ট্রিনিটি স্মিথ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর