শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৬ জুন ২০২২
শাহীন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমকে আকাশ চোপড়ার তিরস্কার

ভারত-পাকিস্তান রেষারেষি নতুন কিছু নয়। দুই দেশের সীমান্তের এই রেষ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। সুযোগ পেলেই একে অন্যকে এক হাত নিতে ভুল করেন না। এবার সেই রোষানলের শিকার হলেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। তবে এই যাত্রায় এক ভারতীয়কে পাশে পেয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দেয়া ক্রিকেটারের নাম উমরান মালিক। ভারত থেকে গতির ঝড় তুলে বিশ্বকে চমকে দিয়েছেন উমরান। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। একটি অনুষ্ঠানে ফাস্ট বোলিং নিয়ে কিছু কথা বলেন শাহীন। আর এতেই বাধে বিপত্তি।

ভারতীয় এক গণমাধ্যম প্রকাশ করে যে শাহীন উমরানকে হেয় করে কিছু কথা বলেন। তাদের ভাষ্যমতে শাহিন বলেছিলেন যে, লাইন-লেংথ কিংবা বৈচিত্র্য না থাকলে তখনই কেবল একজন বোলার তার গতি দিয়ে সফল হওয়ার চেষ্টা করে। এই খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঝড়!

বিষয়টি সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার নজরে আসার পর তিনি আসল সত্যটা সবার সামনে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় ভিন্ন চিত্র।

ভিডিওতে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে সিরিজের পুর্বে একটি সংবাদ সম্মেলনের সময় একজন সাংবাদিক শাহীনকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি এক নম্বর বোলার হওয়ার দৌড়ে আছেন। আপনার কি মনে হয় যে আপনি দ্রুত গতিতে বল ছুঁড়তে পারেন?’

এই প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, ‘লাইন, লেন্থ এবং সুইং না থাকলে গতি আপনাকে সাহায্য করবে না।’ পরে শাহীনের বক্তব্যের সত্য অংশটুক্লু তুলে ধরে আরেকটি পোস্ট করেন আকাশ চোপড়া। সেখানে তিনি উল্লেখ করেন যে, শাহীন উমরানকে হেয় করেনি, বরং ভালো করতে উৎসাহিত করেছিল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব

বিরাট কোহলির জন্য ঢাল হয়ে দাঁড়ালেন শোয়েব

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি