অধিনায়ক সাকিবকে সময় দিতে হবে : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৫ জুন ২০২২
অধিনায়ক সাকিবকে সময় দিতে হবে : তামিম

তৃতীয় দফায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। প্রথম দুই দফায় অধিনায়কত্বের সাফল্যের পর তার হাতে আবারও এসেছে অধিনায়কের দায়িত্ব। আগে দুই দফায় অধিনায়কত্ব করলেও এবারও সাকিবকে সময় দেওয়ার পক্ষপাতি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মমিনুল হক অধিনায়কত্ব ছাড়লে দায়িত্ব বর্তায় সাকিবের কাঁধে। তৃতীয় দফায় সাকিবক সময় দিতে বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, “আমরা সবাই জানি তার (সাকিব) খুব ভালো ক্রিকেটীয় জ্ঞান আছে। আমি যখন অধিনায়ক হয়েছি আমি বলেছি যে আমাকে অনেক সময় দিতে হবে, আমার মনে হয় একই সাকিবের জন্য। তারও লম্বা সময় দরকার।”

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে শক্তিশালী করার জন্য সাকিবের অধিনায়কত্বে দুই-তিন বছরের মধ্যে ভালো হবে বলে মনে করেন তামিম। বলেন, “এই একটা সংস্করণে (টেস্ট)  আমাদের ফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না। আমরা খুব শক্তিশালীও না, তার নেতৃত্ব দারুণ এবং তার প্লান বা সব কিছুই...আমাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ থাকলে মেবি ২-৩ বছরের দারুণ একটি টেস্ট দল হবে।”

এর আগে দুই দফায় বাংলাদেশ দলের টেস্ট দায়িত্ব সামলেছেন সাকিব আল হাসান। এই সময়ে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তিন ম্যাচ জিতিয়েছেন তিনি। এই তিন জয়ের সবগুলোই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সাকিবকে অধিনায়ক করার সময় বোর্ড সভাপতির কাছে প্রশ্ন ছিল সাকিব ঠিক কতদিন দায়িত্বে থাকবেন। একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছিল তামিমের কাছেও।

এই প্রশ্নের জবাবে তামিম বলেন, “এটা সম্পূর্ণ (অধিনায়ক) বোর্ডের হাতে, কাকে দিবে কাকে তারা মনে করে যে সঠিক, কতদিন থাকবে কতদিন থাকবে না এটা ওনারা সিদ্ধান্ত নেয়। তো এটাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমার বলেন বা অন্য যে দুই অধিনায়ক আছেন তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি নিয়ে আমাকে বলার সুযোগ দেওয়া হয় না: তামিম

টি-টোয়েন্টি নিয়ে আমাকে বলার সুযোগ দেওয়া হয় না: তামিম

চারে ব্যাটিং করার প্রশ্নকে ‘স্টুপিড’ বলছেন তামিম

চারে ব্যাটিং করার প্রশ্নকে ‘স্টুপিড’ বলছেন তামিম

চার নম্বরে ব্যাট করলে তামিম ‘ফ্যান্টাস্টিক’ হতো: সিডন্স

চার নম্বরে ব্যাট করলে তামিম ‘ফ্যান্টাস্টিক’ হতো: সিডন্স

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ