ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৫ বছরের ক্যারিয়ারে একবার শুধুমাত্র পাঁচ নম্বরে ব্যাট করেছিলেন টাইগারদের ড্যাশিং ওপেনার খ্যাত তামিম ইকবাল। তবে বর্তমানে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ‘চার নম্বরে ব্যাট করলে ফ্যান্টাস্টিক হতো’ বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে, বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা দীর্ঘ সময় ওপেন করলে নিচে নামার সুযোগ পায়।
তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ব্যাট হাতে ৪২৫ ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫ সেঞ্চুরির সঙ্গে ৯০টি হাফ-সেঞ্চুরি ইনিংস রয়েছে তারা।
দীর্ঘ এ ক্যারিয়ারের মাঝে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রুম টেস্টে ব্যাট হাতে একবার পাঁচ নম্বরে মাঠে নেমেছিলেন তামিম ইকবার। তবে বড় ইনিংস খেলতে পারেননি, তামিমের ব্যাট থেকে এসেছিল ৩৯ রান। এছাড়া বয়সভিত্তিক থেকে জাতীয় পর্যায়, ক্যারিয়ারের পুরোটা সময় ওপেনিংয়ে ব্যাটিং করেছেন তিনি।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন, মিডল অর্ডারে খেললে তামিমেরও ভালো লাগবে। তবে তামিম নিচে নেমে ব্যাট করলে ওপেনিংয়ে দলের হাল ধরার মতো এখনো যে কেউ নেই সেটিও বেশ ভালোভাবেই জানেন তিনি।
শনিবার (৪ জুন) মিরপুরে সংবাদিকদের সিডন্স বলেন, “বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে।”
তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে আমরা স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। আমাদের জন্য এটাই চ্যালেঞ্জ। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ‘ফ্যান্টাস্টিক’ হতে পারে।”
‘বাংলাদেশকে ভালোবেসেছিলাম, তবে কিছু মানুষ বিশ্বাস করেনি’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ড্র করলেও মিরপুরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের তিক্তস্বাদ নিতে হয়েছে। লঙ্কানদের বিপক্ষে হারের স্বাদ নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ।
টাইগারদের ব্যাটিং কোচ বলেন, “আমরা মানসিকভাবে শক্ত থাকা নিয়ে কথা বলেছি, টেকনিক নিয়ে কথা বলেছি। মারার বল না পেলে মারা যাবে না। আমরা দেখেছি, চাপে পড়ে রানআউট হয়েছে, যেটা উচিত নয়। এ ধরনের ছোট মুহূর্তগুলো পরের ব্যাটারের উপর আরও চাপ তৈরি করে।”
শূন্যের রেকর্ডে সর্বেসর্বা তামিম
জেমি সিডন্স আরও বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যেন, এসব দূর করতে পারি। নিশ্চিত করতে হবে যেন, প্রতিপক্ষ উইকেট আদায় করে নেয়। ওয়েস্ট ইন্ডিজে গেলে ছেলেদের এটাই বলবো আমি যে, প্রতিপক্ষকে উইকেট অর্জন করে নিতে দাও। ভালো ক্রিকেটার আছে আমাদের, কোনো সন্দেহ নেই। তবে আমরা ছেলেমানুষি ভুল করি, এসব বন্ধ করতে হবে।”
স্পোর্টসমেইল২৪/আরএস