মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৪ জুন ২০২২
মনে হচ্ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ: আবিদ আলী

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের ব্যাটার আবিদ আলী। অনেকে ভেবেছিল আর কখনো মাঠে ফিরতে পারবেন না এই ব্যাটার। ঘটনার পর আবিদ নিজেও ভেবেছিলেন তার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। পাকিস্তানের স্থানীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।

ইতোমধ্যে হার্ট অ্যাটাকের সকল ঝামেলা কাটিয়ে পুণরায় ক্রিকেটে ফিরছেন আবিদ। দ্রুত গতিতে চলছে তার পুনর্বাসনের কাজ। আবারও পাকিস্তানের জার্সি গায়ে খেলার স্বপ্ন বুনছেন তিনি। ফিটনেস পরীক্ষা দেওয়ার পর চিকিৎসকের পক্ষ থেকেও তাকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

আবিদ আলী বলেন, ‘গত ৫-৬ মাস আমি চরম অস্বস্তিতে ছিলাম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আমি আবার স্বাভাবিক রুটিনে ফিরে এসেছি। আমি যে পরিস্থিতিতে ছিলাম, কখনই ভাবিনি যে সে অবস্থান থেকে এই অবস্থানে আসতে পারবো।’

প্রয়োজনের সময় যারা তার পাশে ছিলেন তাদেরকেও স্মরণ কুরলেন আবিদ। তিনি বলেন, ‘আমি পিসিবি এবং যারা আমাকে সমর্থন করেছেন, বিশেষ করে রমিজ রাজা এবং এনসিএ ডাক্তারদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে পুনর্বাসন কেন্দ্রে সাহায্য করছে, তাদের কাছেও কৃতজ্ঞ।’

‘আমি কখনই কল্পনা করিনি যে এমন একটি ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে মনে হয়েছিল আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে সমস্ত প্রশংসা মহান আল্লাহতায়ালা এবং ডাক্তারদের, যারা আমাকে প্রত্যাবর্তন করতে অনুপ্রাণিত করেছেন’ - আবিদ আলী যোগ করেন।

অতীতে যা ঘটেছিল তা নিয়ে তিনি এখনও ভীত কিনা, এমন প্রশ্নের জবাবে আবিদ বলেন, ‘অবশ্যই, ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে সেসব মনে আসলে আপনি যা করতে পারেন তা হলো ইতিবাচক থাকা এবং একটি সুস্থ এবং উন্নত জীবনের জন্য প্রার্থনা করা।’

আবারও জাতীয় দলে ডাক পেলে নিজের শতভাগ দিতে চান এই ব্যাটার। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি ফর্ম ফিরে পেতে চাই এবং পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই। বাকিটা আল্লাহর হাতে। আমার কাজ নিজেকে প্রস্তুত করা এবং নিশ্চিত করা যে আমি প্রত্যাবর্তনের জন্য পুরোপুরি ফিট আছি।’

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

২০২১ সালের ডিসেম্বরে কায়েদ-ই-আজম ট্রফির একটি ম্যাচের সময় বুকে ব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর তার অ্যাকিউট করোনারি সিনড্রোম ধরা পডড়ে। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারিতে আবিদের করোনারি ধমনীতে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

পাকিস্তানের হয়ে ১৬ টি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন আবিদ। টেস্টে ২৬ ইনিংসে রান করেছেন ১১৮০। যার মধ্যে আছে চারটি শতক ও তিনটি অর্ধশতক। ওয়ানডেতে ৬ ম্যাচে করেছেন ২৩৪ রান। যার মধ্যে একটি শতক ও একটি অর্ধশতক রয়েছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

ক্রিকেটে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ আবিদ আলি

ক্রিকেটে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ আবিদ আলি

আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

আবিদের হৃদয়ে বসলো আরও একটি রিং, অবস্থা স্থিতিশীল

বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের আবিদ আলি

বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের আবিদ আলি