প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। পাকিস্তানি ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৭৩ রানে হারিয়ে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত করেছে তারা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল পাকিস্তান।
শুক্রবার (৩ জুন) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের মেয়েরা। ওপেনিংয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিন। ৩৫ ওভারে দু’জনের ব্যাটে আসে ১৫৮ রান। ব্যক্তিগত ৫৬ রানে মুনিবা আলি ফিরলেও সেঞ্চুরি তুলে নেন সিদরা আমিন।
প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে সেঞ্চুরির রেকর্ড গড়েন সিদরা। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
১৫০ বলে ১২৩ রানের ইনিংস খেলে কাভিসা দিলহারির বলে আউট হন তিনি। সিদরা আমিন আউট হলেও দলের রানের চাকা সচল রাখেন বিসমাহ মারুফ। প্রথম ওয়ানডেতে অর্ধশতক করা বিসমাহ এদিন ৪৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।
এছাড়াও নিদা দারের ব্যাট থেকে আসে ১০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৫৩ রান তুলে পাকিস্তানের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ও দিলহারা একটি করে উইকেট শিকার করেন।
২৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৩১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপরেও অবশ্য কেউ দলের হাল ধরতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে হার্শিদা মাদাভি ৪৮ বলে ৪১ রান করেন। বল হাতে এক উইকেট নেওয়া দিলহারির ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮০ রান করে শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ২৬ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও ওসাইমা সোহেল ৩৫ রানে ২ উইকেট শিকার করেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। পাশাপাশি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ২০ পয়েন্ট নিশ্চিত হয়েছে পাকিস্তানের মেয়েদের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর