ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৩ জুন ২০২২
ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ছয় বছর পর শ্রীলঙ্কায় গিয়েছে অস্ট্রেলিয়া। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কায় শুরু হয়েছে রাজনৈতিক সমস্যা। এমন অবস্থায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দেশটির জনগণের জন্য কিছুটা হলেও আনন্দের উপলক্ষ্য হতে পারে বলে বিশ্বাস করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

চলতি বছরের মার্চে শুরু হওয়া আন্দোলনের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে দ্বীপ দেশটিতে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ নিয়ে থাকা শঙ্কার মধ্যেও সেখানে খেলতে গিয়েছে তারা। সিরিজ খেলতে গিয়েই অ্যারন ফিঞ্চের বিশ্বাস জন্মেছে, ক্রিকেটীয় লড়াইয়ে জয়-পরাজয় দূরে ঠেলে তা দর্শকদের জন্য আনন্দদায়ক হয়ে উঠবে বলে ফিঞ্চের বিশ্বাস।

অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। শ্রীলঙ্কার দর্শকদেরকে বিনোদন ও আনন্দকর মুহূর্ত উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী। ২০১৬ সালে সর্বশেষ এখানে খেলেছিলাম, দীর্ঘ বিরতির পর এখানে আসলাম।”

শ্রীলঙ্কার আতিথেয়তায় খুশি ফিঞ্চ বলেন, “এটা সফরের জন্য বিশেষ একটা জায়গা। বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও আতিথেয়ায় আমরা সবসময়ই মুগ্ধ। খেলার প্রতি তাদের ভালোবাসা অসাধারণ।”

অর্থনৈতিক দূর্দশায় শ্রীলঙ্কার অবস্থা এতটাই শোচনীয় যে, জরুরি কাজেও বিদ্যুতের দেখা পাওয়া যায় না। এমন অবস্থায় শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ম্যাচগুলো দিবা-রাত্রির হওয়ার কথা রয়েছে।

এই নিয়ে অ্যারন ফিঞ্চ বলেন, “আমি জানি না কি ঘটতে যাচ্ছে। ম্যাচগুলো দিনে সরে আসবে কি-না সেই বিষয়ে কোনো কথা হয়নি। আরও এক সপ্তাহ বাকি আছে, দেখা যাক কি ঘটে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে প্রথম অংশে নেই অজি কোচ ম্যাকডোনাল্ড

শ্রীলঙ্কা সফরে প্রথম অংশে নেই অজি কোচ ম্যাকডোনাল্ড

ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি প্রকাশ

ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি প্রকাশ

শেষ বিদায়ে সকলের ভালোবাসায় সিক্ত সাইমন্ডস

শেষ বিদায়ে সকলের ভালোবাসায় সিক্ত সাইমন্ডস

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি ও বোরোভেক

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি ও বোরোভেক