ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? এমন প্রশ্ন করলে শুরুর দিকেই উঠে আসবে বাবর আজমের নাম। বিরাট কোহলি, স্টিভ স্মিথ কিংবা কেন উইলিয়ামসনদের পাশে উচ্চারিত হওয়া বাবর আজমের বর্তমান চাওয়া ক্রিকেটের তিন ফরম্যাটেই হবেন সেরা ব্যাটার।
কিছুদিন আগেই ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিক বলেছিলেন, বাবরের মধ্যে তিন ফরম্যাটের সেরা ব্যাটার হওয়ার সবধরনের যোগ্যতাই আছে। এবার বাবর নিজেও জানালেন তার চাওয়ার কথা। হতে চান তিন ফরম্যাটের সেরা ব্যাটার।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার বাবর আজম। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে না থাকলেও সেরা পাঁচে অবস্থান তার। তার উপরে অবস্থান করছেন মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটরা। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেই হবে তিন ফরম্যাটের সেরা ব্যাটার।
এই বিষয়ে বাবর আজম বলেন, “খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই শীর্ষে উঠতে চাই। এর জন্য আমাদেরকে লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে। তবে এটা ঠিক দুই ফরম্যাটে সেরা ব্যাটার হওয়া মোটেও ঠিক ছিল না।”
শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর: দিনেশ কার্তিক
আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি কম থাকায় শীর্ষে উঠার জন্য নিজেকে সুস্থ রাখার বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি। বলেন, “যদি আপনি তিন ফরম্যাটেই শীর্ষে উঠতে চান, তাহলে আপনার সুস্থ থাকার বিকল্প নেই। এখন অল্প বিরতিতে প্রচুর ক্রিকেট হয় বলে আপনাকে সুস্থ থাকতে হয়।”
সাদা বলের ক্রিকেটে ভালো শুরু করতে পারলে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটেও নিজেকে প্রস্তুত করতে পারবেন বলে জানিয়ে বাবর বলেন, “আমি নতুন করে শুরু করতে যাচ্ছি। সাদা বলে ভালো শুরু করতে পারলে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটেও ভালো করতে পারবো।”
দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে পাকিস্তান। এই সিরিজ দিয়েই নিজেকে আবারও প্রমাণ করার পথে এগিয়ে যেতে চান এই ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর