জাতীয় দলের নির্বাচক কমিটির মেয়াদ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভায় নির্বাচক কমিটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সদস্য সংখ্যা আরও দুইজন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (২ জুন) বিসিবির বোর্ড সভায় নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১৬ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান তিনি। একই সময় নির্বাচক হিসেবে দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন। প্রথম দফায় ২০১৯ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও তাদের চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পান সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। তার মেয়াদও ২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত ছিল। এবার পুরো নির্বাচক কমিটির মেয়াদ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বিসিবি।
২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচক প্যানেল না দেওয়ায় চলতি বছরের মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছেন। এই সময়ে নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে এই নির্বাচক প্যানেল।
বর্তমান নির্বাচক কমিটির সদস্য তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। মূলত নির্বাচকদের কাজের চাপ কমাতেই নতুন করে দুইজনকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এই বিষয়ে বিসিবি সভাপতি বলেন, “ এখন অনেক খেলা, তাদের তিনজনের পক্ষে বয়সভিত্তিক পর্যায় পর্যন্ত খেলা দেখা সম্ভব না। এমনিতেই জাতীয় পর্যায়ের অনেক খেলা থাকে। তাই আমরা আরও দুইজনকে নির্বাচক কমিটিতে যুক্ত করবো।”
নির্বাচক কমিটি গঠনের জন্য নতুন কারো নাম না আসায় বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানান নাজমুল হাসান। বলেন, “ আমাদের এখন (নির্বাচক কমিটি) তিনজন আছেন। আপনারা জানেন, নান্নু, সুমন, রাজ্জাক আছে। আজকের (বৃহস্পতিবার) সভাতেও কেউ কোনো নাম প্রস্তাব করেনি। অপারেশন্স বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে তাদের মেয়াদ সামনের বছরের (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ) বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হোক।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর