সীমিত ওভারের সিরিজে ক্যারিবিয়ানদের আতিথ্য নিবে ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ০২ জুন ২০২২
সীমিত ওভারের সিরিজে ক্যারিবিয়ানদের আতিথ্য নিবে ভারত-নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে ব্যস্ত সূচিতে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের পরপরই ক্যারিবিয়ানরা ভারত ও নিউজিল্যান্ডকে সীমিত ওভারের সিরিজে আতিথ্য দিবে। এই দুই দেশের বিপক্ষে সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বুধবার (১ জুন) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চূড়ান্ত সময় সূচি জানিয়ে দিয়েছে। ক্যারিবিয়ান সফরে স্বাগতিকদের বিপক্ষে ভারত তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। নিউজিল্যান্ড খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

বাংলাদেশ সিরিজ শেষ করে ৬ দিনের বিরতিতে ভারতের বিপক্ষে খেলতে নামবে ক্যারিবিয়ানরা। সফরের তিনটিই ওয়ানডেই ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই মাঠে।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু সেন্ট কিটস। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্ডারহিলে।

ভারত সিরিজ শেষে দুই দিন বিরতি দিয়ে কিউইদের বিপক্ষে খেলতে নামবে তারা। তিন ম্যাচ সিরিজের সবগুলো টি-টোয়েন্টির ভেন্যু জ্যামাইকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু বার্বাডোস।

ঘরের মাঠে ব্যস্ত আন্তর্জাতিক সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০২১ সালের ডিসেম্বরে এই সিরিজ আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তারা সেই সময় সফরের মাঝপথে দেশে ফেরে। ঘরের মাঠে ব্যস্ত আন্তর্জাতিক সূচি শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামবে দেশটির ক্রিকেটাররা।

ভারত সিরিজসূচি

১ম ওয়ানডে: ২২ জুলাই, ২০২২, ত্রিনিদাদ
২য় ওয়ানডে: ২৪ জুলাই, ২০২২, ত্রিনিদাদ
৩য় ওয়ানডে: ২৭ জুলাই, ২০২২, ত্রিনিদাদ

১ম টি-টোয়েন্টি: ২৯ জুলাই, ২০২২, ত্রিনিদাদ
২য় টি-টোয়েন্টি: ১ আগস্ট,২০২২, সেন্ট কিটস
৩য় টি-টোয়েন্টি: ২ আগস্ট, ২০২২, সেন্ট কিটস
৪র্থ টি-টোয়েন্টি: ৬ আগস্ট, ২০২২, ল্যান্ডারহিল
৫ম টি-টোয়েন্টি: ৭ আগস্ট, ২০২২, ল্যান্ডারহিল

নিউজিল্যান্ড সিরিজসূচি

১ম টি-টোয়েন্টি: ১০ আগস্ট,২০২২, জ্যামাইকা
২য় টি-টোয়েন্টি: ১২ আগস্ট, ২০২২, জ্যামাইকা
৩য় টি-টোয়েন্টি : ১৪ আগস্ট, ২০২২, জ্যামাইকা

১ম ওয়ানডে: ১৭ আগস্ট, ২০২২, বার্বাডোস
২য় ওয়ানডে: ১৯ আগস্ট, ২০২২, বার্বাডোস
৩য় ওয়ানডে: ২১ আগস্ট, ২০২২, বার্বাডোস

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি জানালো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি জানালো ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি