আবারও কোচ হয়ে বাংলাদেশে আসছেন ওয়াসিম জাফর, স্টুয়ার্ট ল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০১ জুন ২০২২
আবারও কোচ হয়ে বাংলাদেশে আসছেন ওয়াসিম জাফর, স্টুয়ার্ট ল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর ও সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। আগেও বিসিবির অধীনে কাজ করার এই দুইজন হাই পারফর্মেন্স ইউনিটের সাথে কাজ করবেন।

ভারতীয় দলে নিয়মিত হতে না পারলেও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন ওয়াসিম জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ওয়াসিম জাফর। আর একই দলের হেড কোচ হিসেবে কাজ করবেন স্টুয়ার্ট ল।

এই দুই কোচের বাংলাদেশের আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার। অবশ্য এর আগে তাদের কোচ হয়ে আসার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৯ সালে বিসিবির গেম ডেভেলপমেট বিভাগের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেছিলেন ওয়াসিম জাফর। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর উত্তরাখন্ড ও ওডিশা রাজ্য দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও আইপিএলের দল পাঞ্জাব কিংসে সাথে দায়িত্ব পালন করেছিলেন।

আরেক কোচ স্টুয়ার্ট ল বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন। ২০১১-১২ সালে নয় মাস বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন তিনি। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলার স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বিভিন্ন সময় বিসিবির অধীনে কাজ করেছেন এই অজি। ২০১৬ সালে যুব দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন স্টুয়ার্ট ল। সেবার অবশ্য আফগানিস্তান দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব অধিনায়ক হলে দলের জন্য ভালো হবে: সুজন

সাকিব অধিনায়ক হলে দলের জন্য ভালো হবে: সুজন

ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

ক্যারিয়ার সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন, মুশফিকের বড় লাফ

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

অধিনায়কত্বের চাপে ‘নুইয়ে পড়া’ মমিনুল

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস