লর্ডস টেস্টে টিকিটের অতিরিক্ত দামে বিরক্ত মাইকেল ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০১ জুন ২০২২
লর্ডস টেস্টে টিকিটের অতিরিক্ত দামে বিরক্ত মাইকেল ভন

মৌসুমের প্রথম ম্যাচে ক্রিকেট তীর্থ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। টিকিটের দাম অতিরিক্ত হওয়ায় ম্যাচে দর্শক সংখ্যা কম থাকার শঙ্কা তৈরি হয়েছে। এতেই চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে মানেই সেখানে থাকে লোকে লোকারণ্য। ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলতে পারে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে। কারণ এই ম্যাচের ২০ হাজার টিকিট যে এখনো রয়েছে অবিক্রিত।

অতিরিক্ত দামের কারণে টিকিট কিনতে না পারার অভিযোগ রয়েছে ইংলিশ ক্রিকেট সমর্থকদের। এতেই চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এ ঘটনায় লর্ডস কর্তৃপক্ষকে এক হাত নিয়ে ভন বলেন, “লর্ডস টেস্টের টিকিটের দাম দেখে রীতিমতো পাগল পাগল লাগছে। মৌসুমের প্রথম টেস্ট ম্যাচে গ্যালারি ভরছে না, এটা নিশ্চিত। এভাবে লর্ডস যদি টিকিটের এমন দাম রাখতেই থাকে, তাহলে তারা অন্য ভেন্যুগুলোর তুলনায় হুমকির মুখে পড়ে যাবে। কারণ, অন্যরা তো এত দাম রাখছে না তাদের টিকিটের।”

লর্ডসের টিকিটের দাম অতিরিক্ত হওয়ার জন্য স্টেডিয়ামের নিয়ন্ত্রক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) দায়ী করেছেন ভন। তার মতে এমসিসির নিজেদেরকে বড় মনে করার মানসিকতায় টিকিটের দাম বাড়িয়েছে।

বলেন, “লর্ডসের ব্যাপার অনেকটা এমন, আমরা লর্ডস। আমাদের বছরে দুটি টেস্ট হলেই চলে।”

সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে টিকিটের দাম কম রাখার দাবি জানিয়ে ভন বলেন, “ইংল্যান্ড এমন একটা ক্রিকেট খেলুড়ে দেশ, যেখানে টেস্ট ক্রিকেটে দর্শকে মাঠ ভরে যায়। এটার মূল কারণ, সাধারণ মানুষ টেস্ট ক্রিকেট পছন্দ করেন। সুতরাং দয়া করে টেস্ট ক্রিকেটটাকে মানুষের আর্থিক সামর্থ্যের বাইরে নিয়ে যাবেন না।”

বৃহস্পতিবার (২ জুন) লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে নটিংহ্যাম ও লিডসের মাঠে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

বর্তমান বিশ্বে সেরা দল নিউজিল্যান্ড : মাইকেল ভন

বর্তমান বিশ্বে সেরা দল নিউজিল্যান্ড : মাইকেল ভন

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন