ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি ‘রহস্যময়’ বার্তা দিয়েছেন। গাঙ্গুলির দেওয়া টুইট বার্তা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। রহস্যময় বার্তায় সরাসরি কিছু না বললেও ‘অনেক মানুষের সাহায্য হবে’ এমন কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
টুইট বার্তায় সৌরভ গাঙ্গুলি লিখেন, “১৯৯২ সালে ক্রিকেটের সঙ্গে আমার যাত্রা শুরু হয়, ২০২২ সালে এ যাত্রা ৩০ বছরে পড়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, এটা আমাকে আপনাদের সকলের সমর্থন দিয়েছে। আমি প্রত্যেক একক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই, যারা এ যাত্রায় অংশ নিয়েছেন, আমাকে সমর্থন করেছেন এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন।”
তিনি আরও লিখেন, “আজ, আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি, যা আমি মনে করি সম্ভবত অনেক মানুষকে সাহায্য করবে। আমি আমার জীবনের এ অধ্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশা করি আপনাদের সমর্থনও অব্যাহত রাখবেন।”
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
সৌরভ গাঙ্গুলির এমন টুইটে চারদিক চলছে নানা জল্পনা। অনেকই বলছেন, তিনি হয়তো এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন। তবে বিসিসিআই থেকে পদত্যাগ করেননি সৌরভ গাঙ্গুলি। বিষয়টি বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে জয় শাহ জানিয়েছেন, “সৌরভ গাঙ্গুলি বিসিসিআই-এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি।”
Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI pic.twitter.com/C2O3r550aL
— ANI (@ANI) June 1, 2022
বিসিসিআই চেয়ারম্যান সৌরভের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। মূলত সে কারণেই সৌরভের এমন বার্তায় জল্পনার পাল্লাটা আরও ভারি হয়ে উঠেছে। অনেকের প্রশ্ন, বিসিসিআই চেয়ারম্যানের চেয়ার ছাড়াও আগেই কি তাহলে রাজনীতিতে অভিষেক হচ্ছেন সৌরভ।
স্পোর্টসমেইল২৪/আরএস