লঙ্কানদের হারিয়ে উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০১ জুন ২০২২
লঙ্কানদের হারিয়ে উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের শুভ সূচনা

টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করেছিল পাকিস্তান নারী দল। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছেন বিসমাহ মারুফের দল। এই জয়ে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে পাকিস্তানের নারীরা।

বুধবার (১ জুন) করাচির সাউথ এন্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কার নারীরা। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন হাসিনি পেরেরা। ফাতিমা সানা ও সিদরা নাওয়াজের মিলিত চেষ্টায় রানআউট হন পেরেরা।

৭ রানেই এক উইকেট হারিয়ে বসা লঙ্কানদের হাল ধরেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হানসিমা করুণারত্নে। ৩৯ রানে এই জুটি ভাঙলে কাভিসা দিলহারির ৫০ বলে ৪৯ রানে ইনিংসে ভর করে ৪৭ দশমিক ৫ ওভারে ১৬৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

কাভিসা দিলহারির ৪৯ ছাড়াও উইকেটরক্ষক প্রসাদানি ভিরাকোডির ব্যাট থেকে আসে ৩০ রান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেন ঘুলাম ফাতিমা। দুইটি করে উইকেট শিকার করেন ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ওপেনার মুনিবা আলি ব্যক্তিগত ১৪ রানেই ফিরে যান। এরপরেই দলের হাল ধরেন ওপেনার সিদরা আমিন ও বিসমাহ মারুফ।

দুইজনের ১৪৩ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান। দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দলের জয় থেকে দুই রান দূরে থাকতে ফেরেন সিদরা আমিন। শেষ পর্যন্ত জয় পেতে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের মেয়েদের।

শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই ম্যাচ জিতে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণভাবেই করলো পাকিস্তানের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং