আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০১ জুন ২০২২
আইপিএল মাতিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পাথিরানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হঠাৎই দল পেয়েছিলেন শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা। প্রথম অনিভিষক্ত লঙ্কান হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া পাথিরানা এবার ডাক পেলেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পাথিরানা ছাড়াও সুযোগ পেয়েছেন নাভিন্দু ফার্নান্দো।

বয়সভিত্তিক দলেই ব্যতিক্রমী বোলিং স্টাইলের জন্য সবার নজরে ছিলেন পাথিরানা। ফলে জাতীয় দলে ডাক পাওয়ার আগে সুযোগ মিলেছিল আইপিএলে। চেন্নাই সুপার কিংসের হয়ে তিন ম্যাচে দুই উইকেট শিকার করা ১৯ বছর বয়সী এই পেসার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।

ইংল্যান্ডে শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে নজর কেড়েছেন নাভিন্দু ফার্নান্দো। তাকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্কোয়াডে ডেকেছে লঙ্কান নির্বাচকরা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি ধনঞ্জয়া ডি সিলভা, পেসার লাহিরু কুমারা এবং উইকেটরক্ষক দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলা। উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন কুশল মেন্ডিস।

সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন কাসুন রাজিথা। অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডে তারও সুযোগ মিলেছে। এছাড়াও ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার লক্ষণ সান্দাকান। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডে নেই আভিষ্কা ফার্নান্দো ও কুশল পেরেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের পেস বোলিং আক্রমণে থাকবেন দুশমন্থ চামিরা, চামিকা করুণারত্নে, লাহিরু মাদুশঙ্কা ও কাসুন রাজিথা। তাদের সাথে যুক্ত হয়েছেন মাথিসা পাথিরানা। লঙ্কানদের স্পিন আক্রমণের মূল ভরসা হিসেবে থাকবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানা। আইপিএলে দারুণ খেলা এই দুই স্পিনারের উপরই ভরসা রাখবে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বছরের ৭ জুন তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুন। প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যু কলম্বো ও শেষটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কা স্কোয়াড-
দাশুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ধানুষ্কা গুণাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আশালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, নাভিন্দু ফার্নান্দো, লাহিরু মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, প্রবীন জয়াবিক্রমা, লক্ষণ সান্দাকান।

স্ট্যান্ডবাই-
জেফরি ব্যান্দারসে, নিরোশান ডিকওয়েলা।



শেয়ার করুন :


আরও পড়ুন

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

মাঠ কর্মীদের জন্য বিসিসিআইয়ের সোয়া কোটি রুপি পুরষ্কার ঘোষণা

প্রথমবারেই শিরোপা জয়, মনে রাখবে সবাই: হার্দিক পান্ডিয়া

প্রথমবারেই শিরোপা জয়, মনে রাখবে সবাই: হার্দিক পান্ডিয়া