পাকিস্তান সফরে সাফল্যের পর অস্ট্রেলিয়া দলের পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টের শুরুর সপ্তাহেই দলের সাথে থাকতে পারছেন না। শ্রীলঙ্কা সফরে আগে করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে দ্বীপ দেশটিতে যাওয়ার বিমান ধরতে পারেননি তিনি।
বুধবার (১ মে) অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাতদিনের আইসোলেশন শেষে চলতি বছরের ৮ জুন দলের সাথে যোগ দিবেন বলে আশা প্রকাশ করেছে তারা।
সর্বশেষ পাকিস্তান সফরে জ্যাস্টিন ল্যাঙ্গারের স্থলাভিষিক্ত হয়ে অন্তবর্তীকালীন দায়িত্ব নিয়ে এসেছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার অধীনে পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল অজিরা। এরপরেই অজিদের ডেরায় ম্যাকডোনাল্ডের চাকরি পাকা হয়।
হেড কোচের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারি কোচ মাইকেল ডি ভেনুতো। তার সাথে দায়িত্বে থাকবেন স্পিন কোচ এস শ্রীরাম এবং পেস বোলিং কোচ ক্লিন্ট ম্যাকাই। এই দুইজন অবশ্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অজিদের সাথে কাজ করবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীরাম ও ম্যাকাইয়ের জায়গা নিবেন ড্যানিয়েল ভেট্টোরি এবং আন্দ্রে বোরোভেক। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বোলিং কোচ আন্দ্রে বোরোভেক অবশ্য একই সময়ে লঙ্কাদ্বীপ সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করবে। লঙ্কা সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দল দুইটি করে ওয়ানডে ও চারদিনের ম্যাচ খেলবে।
চলতি বছরের ৭ জুন কলম্বোতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লঙ্কা সফর শুরু করবে অস্ট্রেলিয়া। রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতার মধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করবে কি-না এমন শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে সিরিজটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর