ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে গতি, আগ্রাসন আর সহজাত প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছেন ভারতের উদীয়মান পেসার উমরান মালিক। এবার উমরানের গতির ঝড়ে মুগ্ধ হলেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি। উমরানকে দেখলেই তার মনে পড়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের কথা।
সদ্য সমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রচণ্ড গতি দিয়ে খবরের শিরোনাম হয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ। এবারের আসরে ঘন্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমক দিয়েছেন উমরান। যা টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম ডেলিভারি।
শুধু গতির ঝড় তুলেই আলোচনায় থাকেননি তিনি। ২০ দশমিক ১৮ গড়ে মূল্যবান ২২টি উইকেটও তুলে নিয়েছেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ। সব মিলিয়ে ভারতের এই পেসারে মুগ্ধ হয়েছেন লি।
ভারতীয় গণমাধ্যম এএনআই’কে লি বলেন, ‘আমি উমরানের একজন বড় ভক্ত। তার বলে প্রচুর গতি রয়েছে। তার বল করার ধরণ অতীতের অনেক ফাস্ট বোলারের মতো। তাদের মতোই ছুটে আসে সে। তাকে দেখলে আমার ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে।’
উমরানের জন্য পরামর্শও দিয়েছেন লি। তিনি বলেন, ‘তাঁর রানআপে এমন কিছু আছে যা সে কব্জির মাধ্যমে কাজে লাগাতে পারে। তাতে তার অ্যাকশনে উন্নতি হবে। তবে একটা ব্যাপার হলো, কোনো বোলারের অ্যাকশনই একদম মনমতো হবে না।’
‘আমার অ্যাকশন কখনই নিখুঁত ছিল না কিন্তু আমি সবসময় নিজের কাছে সেরা হওয়ার চেষ্টা করেছি। তাই অবসর নেওয়ার আগে শেষ বল পর্যন্ত আমি আমার অ্যাকশনে বল করতে পেরেছিলাম।। তাই কেউ চাইলেই প্রতিদিন উন্নতি করতে পারে।’ - অজি কিংবদন্তি যোগ করেন।
শুধু ব্রেট লি নয়, উমরানের বোলিংয়ের সাথে ওয়াকার ইউনিসের মিল খুঁজে পেয়েছিলেন ভারতের সবেক ক্রিকেটার ইরফান পাঠানও। ইরফান বলেন, ‘প্রথমবার আমি যখন তাকে দেখি, তাকে বোলিং করতে দেখে আমার ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে যায়।’
চারদিকে এতো প্রশংসা কতটা উমরান ফলাতে পারেন সেটা দেখা যাবে সামনেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন উমরান। আন্তর্জাতিক অঙ্গনে কেমন করেন এখন সেটাই দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/এএইচবি