উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ পিএম, ৩১ মে ২০২২
উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল ও জুনিয়র দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন দেশটির সাবেক অধিনায়ক রামনরেশ সারওয়ান। তার জায়গায় অন্তবর্তীকালীন নির্বাচক হিসেবে রবার্ট হেইনসকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র পুরুষ ও যুব নির্বাচক সারওয়ান পদত্যাগ করেছেন। সারওয়ানকে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ যুব ও নির্বাচন প্যানেলের নির্বাচক হিসাবে ৬ জানুয়ারি নিযুক্ত করা হয়েছিল। তবে বোর্ডকে তিনি জানিয়েছেন, এ ভূমিকা চালিয়ে যেতে তিনি চান না।

বিবৃতিতে ডব্লিউসিবির ক্রিকেট পরিচালক জিমি এডামস বলেন, ‘অভিজ্ঞতার সবটাই আমাদের দিয়েছে সে। তাই রামনরেশ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন না করায় আমরা হতাশ। তবে যে কারণ দেখিয়েছে সে, সেটা আমরা বুঝতে পেরেছি। তার প্রতি আমরা কৃতজ্ঞ।’

ওয়েস্ট ইন্ডিজ হয়ে ৮৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন ৪১ বছর বয়সী সারওয়ান। বর্তমানে নেদারল্যান্ডস সফরে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ক্যারিবীয়রা। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

বর্তমানে পুরুষ যুব নির্বাচন প্যানেলের প্রধান নির্বাচক এবং নির্বাচকদের অন্তবর্তী চেয়ারম্যান হেইনস। পূর্ণ-সময়ের জন্য জাতীয় দল ও জুনিয়র দলের নির্বাচকের দায়িত্ব না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন হেইনস।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শহিদুলের চোট, স্কোয়াডে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ

শহিদুলের চোট, স্কোয়াডে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ

ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

রাজনৈতিক ইস্যুতে পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি