চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েছেন পেসার শহিদুল ইসলাম। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হবেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা হাসান মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষদিনে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে ইনজুরিতে পড়েছিলেন শহিদুল ইসলাম। ইনজুরির কারণে তাকে ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন শহিদুল ইসলাম। স্কোয়াডে না থাকলেও হাসান মাহমুদকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। শেষ পর্যন্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেই তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
হাসান মাহমুদের স্কোয়াডে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “হাসান মাহমুদ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে তা খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। সেখানে ফিটনেস টেস্টের পর জানানো হবে সে কোন ফরম্যাটে খেলবে।”
এদিকে শহিদুলের চোটের বিষয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের শেষদিনে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে চোটে পড়েন শহিদুল। সাইড স্ট্রেইনের ইনজুরি কাটাতে ৪-৬ সপ্তাহ সময় লাগবে।”
এক বছরের বেশি সময় পর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন হাসান মাহমুদ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন হাসান। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও ইনজুরির কারণে মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়।
অজানা ইনজুরির কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন এই ক্রিকেটার। চলতি বছর প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে মাঠে ফেরেন হাসান। এবার অপেক্ষা জাতীয় দলের হয়ে মাঠে নামার।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলে পাঁচ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর