‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ পিএম, ৩০ মে ২০২২
‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির প্রথম ও একমাত্র শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ড্যারেন স্যামি। এরপর থেকে দলটির সঙ্গেই আছেন তিনি। পাকিস্তানে ক্রিকেট বিস্তারেও স্যামির ভূমিকা অপরিহার্য। তার অবদানের কৃতজ্ঞতাস্বরূপ তাকে সম্মানিত করেছে পাকিস্তান। ‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বকাপজয়ী ক্যারাবীয় অধিনায়ক।

এই পুরস্কারের জন্য ২০২১ সালের আগস্টেই স্যামির নাম ঘোষণা করেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। প্রশংসাপত্রে বলা হয়েছিল, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরুজ্জীবনে অবদান রাখার জন্য স্যামিকে ‘সিতারা-ই-পাকিস্তান’ উপাধীতে ভূষিত করা হয়।

স্যামিকে এই পুরস্কারের জন্য ২০২১ সালে নির্বাচিত করা হলেও সেটা তার হাতে পৌছে দেয়া হলো চলতি বছর। তার শহর সেন্ট লুসিয়াতে একটি অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নিতে যাওয়ার আগের ও পরের মুহূর্ত ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন স্যামি।

এই পুরস্কারে ভূষিত হওয়ার পর স্যামি বলেন, ‘ক্রিকেট আমাকে সারা বিশ্বে নিয়ে গেছে। আমি কিছু আশ্চর্যজনক জায়গায় দেখেছি এবং সেখানে খেলেছি। পাকিস্তান অবশ্যই এই জায়গাগুলির মধ্যে অন্যতম। এটা এমন একটি জায়গা যা আমার নিজের বাড়ির মতো মনে হয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রাম পোস্টে স্যামি আরও লিখেন, ‘পাকিস্তানের সরকার এবং জনগণের পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার (সিতারা-ই-পাকিস্তান) পাওয়াটা খুবই সম্মানের বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে, সম্মানজনক এই পুরস্কার পাওয়ায় পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিও স্যামিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটারে এক পোস্টে স্যামির অবদানকে তুলে ধরে বলেছেন যে, পাকিস্তান ক্রিকেট পুনরুজ্জীবনের জন্য তার অবদান সোনালি ভাষায় লেখা থাকবে।

জাভেদ লিখেন, ‘অভিনন্দন ড্যারেন স্যামি ভাই। আপনি এই পুরস্কারের যোগ্য। পাকিস্তান ক্রিকেটে আপনার অবদান সোনালী অক্ষরে লেখা থাকবে। আপনি আমাদের হৃদয়ে রয়ে যাবেন।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :