শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর: দিনেশ কার্তিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৮ মে ২০২২
শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর: দিনেশ কার্তিক

বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দুর্দান্ত গতিতে ছুটে চলছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ চারদিক। এবার বাবরের প্রশংসায় মাতলেন ভারতীয় ব্যাটার দিনেশ কার্তিক। তার মতে, শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থান দখল করবেন বাবর।

ইতিমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছেন বাবর। টেস্ট ব্যাটারদের তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। তবে এটা সাময়িক বলেই মনে করেন কার্তিক। আইসিসি রিভিউ - এর সর্বশেষ পর্বে কার্তিক ভবিষ্যৎবাণী করেছেন যে, শীঘ্রই তিন ফরম্যাটে শীর্ষস্থানে দখলের ইতিহাস গড়বেন বাবর।

কার্তিক বলেন, ‘সে এটি অর্জন করতে শতভাগ সক্ষম। সে একজন উচ্চমানের খেলোয়াড়। তার ব্যাটিং দক্ষতার জন্যই সে শীর্ষে রয়েছে। সামনে কিছু টেস্ট ম্যাচ আছে। সে এখানেও শীর্ষে পৌছে যাবে। খেলার তিনটি ফরম্যাটেই সে অসাধারণ। বিভিন্ন ব্যাটিং পজিশনেও তিনি ভালো করেছেন।’

বর্তমাম টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। তবে ‘বিগ ফোর’ - এ রাজত্ব করছেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। তারা গত এক দশক ধরে লাল বলে আধিপত্য বিস্তার করছেন।

বাবরকে ‘বিগ ফোর’ - এ ঢুকতে হলে এখনও অনেক কিছু করতে হবে। কার্তিক মনে করেন, পাকিস্তানের ডানহাতি ব্যাটারের জন্য এই দলে যোগ দেওয়া কেবল সময়ের ব্যাপার। ভারতীয় হার্ডহিটার বলেন, ‘আমি ‘ফ্যাব ফোর’ এর কথা বলছি। কোন সন্দেহ নেই সে (বাবর) তার আশেপাশে আছে।’

বাবরের ব্যাটিং টেকনিক মুগ্ধ করেছে কার্তিককে। তিনি বলেন, ‘আমি যখন তাকে ব্যাট করতে দেখেছি তখন দুটি জিনিস আমাকে নাড়া দিয়েছিল। তা হলো, তার ভারসাম্য এবং স্ট্রাইকিং পয়েন্ট। সে বলটি এমন জায়গায় আঘাত করে যেখানে বেশি শক্তি। এটি তাকে খুব বিশেষ খেলোয়াড় করে তুলেছে।’

কার্তিক বিশ্বাস করেন যে, বাবর তার এই উন্নতির ধারা অব্যাহত রাখবে। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের মতে, ‘যখন আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন আপনার কৌশলকে দিন দিন উন্নত করতে হবে। আপনাকে এখানে সেখানে কিছুটা পরিবর্তন করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

সমারসেটের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাবর আজম

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

অতীতের ‘খারাপ অভ্যাসে’ ভালো উইকেটেও ভুগছে বাংলাদেশ: ডোমিঙ্গো

আফগানিস্তানের বোলিং কোচ হলেন উমর গুল

আফগানিস্তানের বোলিং কোচ হলেন উমর গুল

শফিক আমাদের ‘উইলিয়ামসন এবং দ্রাবিড়’: বাবর

শফিক আমাদের ‘উইলিয়ামসন এবং দ্রাবিড়’: বাবর