অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটার আবদুল্লাহ শফিক। ধারাবাহিকতা আর পরিস্থিতি বুঝে খেলে সবাইকে মুগ্ধ করেছেন এই তরুণ। তার এমন পারফর্ম্যান্সে মুগ্ধ জাতীয় দলের সতীর্থরাও। তাদের কাছে শফিক ‘রাহুল দ্রাবিড় ও কেন উইলিয়ামসন’।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তার প্রথম টেস্টেই সেঞ্চুরি করেন ২২ বছর বয়সী শফিক। পরের ম্যাচগুলোতেও এই ধারাটা ধরে রাখেন। সেঞ্চুরি না করতে পারলেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে যথাক্রমে ৯৬ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলেন তিনি।
শফিকের এমন ধারাবাহিকতা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দ্রাবিড় ও উইলিয়ামসনের কথা মনে করিয়ে দিচ্ছে। বাবর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আবদুল্লাহর স্টাইলিশ ব্যাটিং দেখি এবং অবশ্যই উপভোগ করি। সে খুব পরিষ্কার খেলে, তার রান করার ধরণ এবং সে যেভাবে শট খেলে তা চমৎকার।’
স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান অধিনায়ক আরও বলেন, ‘তার ব্যাটিং দেখে আমরা দলের সবাই তাকে কেন উইলিয়ামসন এবং রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করি। সে হয়তো ভবিষ্যতে তাদের মতোই হবে। আমরা তাকে দ্রাবিড়ই বেশি বলি।’
আসন্ন সিরিজে আবদুল্লাহ শফিক ও শান মাসুদের মধ্যে কাকে খেলানো হবে নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে বেশ। তবে বাবর দলের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন। দলের প্রয়োজন দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর বলেন, ‘আবদুল্লাহর (শফিক) উপস্থিতিতে ওপেনার শান মাসুদের জায়গা নিয়ে সংশয় থাকতে পারে। মাসুদ আরেকজন দুর্দান্ত ব্যাটার। কিন্তু একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হলো, দলের স্বার্থ। এটাকেই প্রাধান্য দেওয়া হবে।’
পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৫টি টেস্ট ও ৫টি টোয়েন্টি খেলেছেন আবদুল্লাহ শফিক। সাদা পোশাকে ৫ টেস্টের ৯ ইনিংসে ৬৮ দশমিক ৩৭ গড়ে রান করেছেন ৫৪৭। সেঞ্চুরি আছে ১টি, হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩৬। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের ৩ ইনিংসে রান করেছেন ৪১।
স্পোর্টসমেইল২৪/এএইচবি