অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেই সাথে রাজনৈতকি অস্থিরতায় বেড়েছে অভাব-অনটন। ইতিমধ্যে নিজেদের দেউলিয়াও ঘোষণা করা হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্বাস্থ্যখাতে দুই মিলিয়ন ডলার অনুদান দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বুধবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্থিক অনুদানের বিষয়ে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দুই মিলিয়ন ডলার (বিশ লাখ ডলার) দু’টি হাসপাতালে অনুদান হিসেবে পাঠাবে তারা। হাসপাতাল দু’টি হলো- লেডি রিজওয়ে ও জাতীয় ক্যান্সার হাসপাতাল।
শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, শিশুদের প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য লেডি রিজওয়ে হাসপাতালে ১ মিলিয়ন ডলার (১০ লাখ ডলার) এবং জাতীয় ক্যান্সার হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ক্রমে বাকি ১ মিলিয়ন ডলার মিলিয়ন দেওয়া হবে।
দেশজুড়ে চলা সহিংস আন্দোলনের মুখে শ্রীলঙ্কান সরকার পদত্যাগ করেছে। তবে দেশটিতে আর্থিক সঙ্কট কাটতে লম্বা সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ড আইসিসির আইন অনুসারে সরকারের প্রভাব মুক্ত। ফলে স্বায়িতশাসিত ক্রিকেট বোর্ডের উপর খুব একটা আচড় লাগেনি শ্রীলঙ্কায়। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলছে তারা।
দেশের খারাপ পরিস্থিতিতে সাহায্য করতে সন্তষ্ট প্রকাশ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। বলেন, “দেশের সঙ্কটে সাহায্য করতে পেরে শ্রীলঙ্কান ক্রিকেট খুবই খুশি। চলমান বিপদ অতিক্রম করতে আমরা সর্বদা দেশের সাথেই আছি।”
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস