ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যান গ্রেগ বার্কলে রোববার (২২ মে) ঢাকায় আসছেন। দুই দিনের সফরে বাংলাদেশের বেশ কয়েকটি ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখবেন তিনি। এছাড়া শ্রীলঙ্কা সিরিজের ঢাকা টেস্টে কিছুক্ষণ খেলাও দেখবেন আইসিসি চ্যায়ারম্যান।
শনিবার (২১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, আইসিসি’র চেয়ারম্যান গ্রেগ বার্কলে সফরের প্রথম দিন ঢাকার পূর্বাচলের ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’র সাইট পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনের (২৩ মে) প্রথম সেশন দেখতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান।
বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন গ্রেগ বার্কলে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সংলগ্ন অন্যান্য ক্রিকেট সুবিধা দেখতে তিনি সিলেট সফর করবেন বলে বিসিবি আশা করছে।
দুই দিনের সফর শেষে সোমবার (২৪ মে) সকালে ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে।
পেশায় আইনজীবী গ্রেগ বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। যার মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হবে। আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে ২০১২ সাল থেকে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক ছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস