বিশ্বের জনপ্রিয় সব ফাস্ট বোলারদের বোলিং অ্যাকশন অনুকরণ করার চেষ্টা নতুন কিছু নয়। কেউ কেউ আবার আয়ত্তও করে ফেলেন। এবার তেমনই একজন পেসার খুঁজে পেয়েছে লাহোর কালান্দার্স। যার বল করার ধরণ হুবহু শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতো।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স ও ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে যাত্রা শুর করেছিল প্লেয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের (পিডিপি)। এই প্রোগ্রামের ক্যাম্প চলাকালীন বিশেষ প্রতিভার এই ছেলেকে খুঁজে পেয়েছে তারা।
ছেলেটার নাম তৈয়ব আব্বাস। শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার মতো বোলিং করার ক্ষমতা দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। তার এই বোলিং স্টাইল ক্যাম্পের বোলিং কোচ আকিব জাভেদ, ড্যারেন গফ ও লাহোর কালান্দার্সের মালিক সামিন রানাকে অবিশ্বাসের মধ্যে ফেলে দিয়েছে।
তৈয়বের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তা সত্ত্বেও ‘স্লিঙ্গি’ অ্যাকশনে ঘণ্টায় ৮৭ মাইল গতিতে তার বল করার ক্ষমতা ইংল্যান্ডের সাবেক পেসার এবং ইয়র্কশায়ারের ব্যবস্থাপনা পরিচালক ড্যারেন গফকে সম্পূর্ণ চমকে দিয়েছে। তার যেন বিশ্বাসই হচ্ছিলো না।
বিস্মিত গফ বলেন, ‘সে কোনো স্পাইক ছাড়াই প্রশিক্ষকদের মধ্যে ঘন্টায় ৮৭ মাইল গতিতে বল করলো। সে এখনো জানে না কিভাবে বল ধরতে হয়। ফলো থ্রু’র পর তার শরীরের ভারসাম্য থাকে না। তাও সে অন্যপ্রান্ত থেকে ৮৭ মাইল বেগে বল করে। বাহ!’
পাকিস্তানের সাবেক পেসার এবং পিএসএল শিরোপা জয়ী লাহোরের প্রধান কোচ আকিব জাভেদও বলেছেন যে, তিনিও তৈয়বের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন। আগামীতে লাহোর কালান্দার্সের জন্য তৈয়ব সত্যিকারের সম্পদ হতে পারে বলে ধারণা করেছেন আকিব।
তৈয়বের উঠে আসা পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল ঝাং থেকে। সে একজন ওয়েল্ডার হিসেবে কাজ করে। তার বাবা ছোট একটি বেকারির মালিক। তৈয়ব তার স্বপ্নের কথা জানিয়ে বলেন, ‘আমার স্বপ্ন লাহোর কালান্দার্সের হয়ে খেলা। ট্রায়ালে এসে আমার প্রথম ধাপ পূরণ হয়েছে, বাকি পথ যেতে চাই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি