আয়ারল্যান্ডের স্পিন বোলিং হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথান হ্যারিজ। দেশটির পুরুষ দলের পাশাপাশি নারীদের সাথেও কাজ করবেন। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
চলতি বছরের আগস্টে আয়ারল্যান্ড দলের সাথে যুক্ত হবেন নাথান হ্যারিজ। এখনো দিনক্ষণ নির্ধারিত হয়নি। বিষয়টি নির্ভর করছে কাজের অনুমতি পাওয়া সাপেক্ষে।
২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করেছেন নাথান হ্যারিজ। এই সময়ে অজিদের হয়ে ১৭ টেস্ট, ৫৮ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সময়ে তার শিকার ছিল ১২৮ উইকেট।
জাতীয় দলে খুব বেশিদিন খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন নাথান হ্যারিজ। ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলেসকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও বিগব্যাশে ব্রিসবেন হিট, সিডনি থান্ডার্স এবং মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে ৭৯ প্রথম শ্রেণির ম্যাচে তার স্বীকার ১৮৭ উইকেট। সীমিত ওভারে খেলা ১৭২ লিস্ট ‘এ’ ও ৫৩ টি-টোয়েন্টিতে তার শিকার যথাক্রমে ১৯৬ ও ৩৫ উইকেট।
২০২০ সালে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান নাথান হ্যারিস। তবে এরপরেও ক্রিকেটকে ছাড়তে পারেননি, দায়িত্ব নিয়েছেন ক্রিকেট শেখানোর। ২০২০ সাল থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল কুইন্সল্যান্ড ফায়ার এবং বিগব্যাশের দল ব্রিসবেন হিটের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আয়ারল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর